সালমান-ক্যাটরিনাসহ এই ১৫ তারকার আসল নাম জানেন?
‘বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়’—বাংলায় বেশ প্রচলিত প্রবাদ এটি। তবে অনেকেই বলে থাকেন, সিনেমাপাড়ায় এই প্রবাদ একেবারেই অকার্যকর। তাই তো চলচ্চিত্র অঙ্গনে আসার আগেই অনেক অভিনেতা-অভিনেত্রী আসল নাম পাল্টে ধারণ করেন নতুন নাম, কেউবা আসল নাম কাটছাঁট করে সংক্ষিপ্ত করেন। অনেকে সত্যিকারের নাম নিয়ে রুপালি পর্দায় এলেও পরিচালক-প্রযোজকের আহ্বানে নতুন পরিচয়ে পরিচিত হন।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ সম্প্রতি ১৫ জন অভিনেতা-অভিনেত্রীর আসল নাম তুলে ধরেছে। সেই তালিকায় আছেন বলিউড সুপারস্টার সালমান খান থেকে শুরু করে অভিনেত্রী সানি লিওনিও। চলুন জেনে নেওয়া যাক সেই ১৫ তারকার সত্যিকারের নাম—
সালমান খান
বলিউডে তুমুল প্রতাপে রাজত্ব করছেন ‘ভাইজান’খ্যাত সালমান খান। বিশ্বের অগণিত দর্শক যাঁকে সালমান নামে চেনেন, তাঁর পুরো নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান।
ক্যাটরিনা কাইফ
লাস্যময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বি-টাউনে বেশ জনপ্রিয়। সুদর্শনা এই অভিনেত্রীর পুরো নাম ক্যাটরিনা টুরকোত্তে।
অক্ষয় কুমার
বক্স অফিসে একের পর এক সাফল্য পেয়ে যাচ্ছেন অক্ষয় কুমার নামে পরিচিত বলিউড সুপারস্টার। ‘খিলাড়ি’খ্যাত এই অভিনেতার আসল নাম রাজিব হরি ওম ভাটিয়া। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘হরি ওম এন্টারটেইনমেন্ট’।
মল্লিকা শেরওয়াত
খোলামেলা পোশাকে প্রায়ই আলোচনায় আসেন মল্লিকা শেরওয়াত। তবে এটি তাঁর আসল নাম নয়। মল্লিকার আসল নাম রীমা লাম্বা।
হৃতিক রোশন
বলিউডের অন্যতম সুদর্শন পুরুষ হৃতিক রোশন। তাঁর পুরো নাম হৃতিক নাগরথ।
শিল্পা শেঠি
দীর্ঘদিন যাবৎ নিজগুণে বলিউডকে মাতিয়ে রেখেছেন অভিনেত্রী শিল্পা শেঠি। তাঁর আসল নাম অশ্বিনী শেঠি। জ্যোতিষশাস্ত্রগত কারণেই নাকি তিনি নাম পাল্টেছিলেন।
শ্রীদেবী
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। প্রয়াত এই অভিনেত্রীর আসল নাম শ্রী আম্মা ইয়ঙ্গার আয়াপান।
প্রভাস
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা প্রভাস। জনপ্রিয় এই চিত্রনায়কের পুরো নাম ভেঙ্কাটা সত্যনারায়ণ প্রভাস রাজু উপ্পালাপতি।
সাইফ আলি খান
বলিউড সুপারস্টার সাইফ আলি খানের আসল নাম উঠে আসে তাঁর বিয়ের কাগজে। সেখানে তাঁর নাম উল্লেখ করা হয় সাজিদ আলি খান।
প্রীতি জিনতা
‘বীরজারা’খ্যাত অভিনেত্রী প্রীতি জিনতা বলিউডের পরিচিত নাম। তাঁর আসল নাম প্রীতম জিনতা সিং।
অজয় দেবগন
বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। তাঁর আসল নাম বিশাল দেবগন।
টাইগার শ্রফ
হালের আলোচিত নায়ক টাইগার শ্রফ। অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য অনেকেরই পছন্দের সারিতে প্রথম দিকে থাকেন এই অভিনেতা। তবে তাঁর আসল নাম জয় হেমন্ত শ্রফ।
কিয়ারা আদভানি
বলিউডের এ সময়ের প্রিয়মুখ অভিনেত্রী কিয়ারা আদভানি। তবে তাঁর আসল নাম আলিয়া।
সানি লিওনি
এরই মধ্যে বলিউডে নিজের অবস্থান পাকা করেছেন সানি লিওনি। তবে এটি তাঁর আসল নাম নয়। সাবেক এই পর্ন তারকার সত্যিকারের নাম করণজিৎ কৌর বোহরা।
টাবু
বলিউডে একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী টাবু। তবে এই গুণী অভিনেত্রীর আসল নাম তাবাসসুম হাশমি খান।