সাড়ে তিন কোটির বিলাসবহুল গাড়ি কিনলেন জুনিয়র এনটিআর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/19/jr_ntr.jpg)
বিলাসবহুল গাড়ি কিনলেন জুনিয়র এনটিআর। ছবি : সংগৃহীত
দক্ষিণ ভারতীয় তারকা অভিনেতা জুনিয়র এনটিআর এখন ল্যাম্বোরগিনি উরুস গ্রাফাইট ক্যাপসুল ব্র্যান্ডের গাড়ির মালিক।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, ভারতের একটি জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি এ খবর সামাজিক পাতায় শেয়ার করেছে।
খবরে প্রকাশ, খুব শিগগিরই বিলাসবহুল গাড়িটি ব্যাঙ্গালোর থেকে হায়দরাবাদে জুনিয়র এনটিআরের কাছে হস্তান্তর করা হবে। জানিয়ে রাখা ভালো, উরুস ও উরুস পিক ব্র্যান্ডের গাড়ির দাম যথাক্রমে ৩.১৬ কোটি ও ৩.৪৩ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যা সাড়ে তিন কোটি টাকার বেশি।
এবার কাজের প্রসঙ্গে আসি, জুনিয়র এনটিআর এখন তাঁর আসন্ন সর্বভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর শুটিং নিয়ে ব্যস্ত। ইউক্রেনে শুট করছেন তিনি।