সিনেমায় জুটি বাঁধছেন মৌসুমী-রুবেল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/28/moushime_rubel.jpg)
‘দেশান্তর’ শিরোনামে সরকারি অনুদানের একটি সিনেমায় জুটি বাঁধছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী (আরিফা পারভিন জামান) ও খ্যতিমান অভিনেতা আহমেদ রুবেল। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া এই সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করছেন আশুতোষ সুজন।
কবি নির্মলেন্দু গুণের একই নামের উপন্যাস থেকে অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। উপন্যাসটির প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণ। এ চরিত্রে মৌসুমী অভিনয় করবেন।
এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করে আশুতোষ সুজন বলেন, ‘সব ঠিক থাকলে অক্টোবর মাসে সিনেমাটির শুটিং শুরু করবো। গল্পে মৌসুমী আপা পুরোপুরি পারফেক্ট।’
নির্মাতা আরও জানিয়েছেন ‘দেশান্তর’ সিনেমায় আরও পরিচিত অনেক প্রিয়মুখকে দেখা যাবে।
এর আগে আশুতোষ সুজন বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের প্রযোজনায় ‘আমার বাবা’ নামের একটি সিনেমা নির্মাণের কাজ হাতে নিয়েছিলেন। সেই সিনেমায় মৌসুমী চুক্তিবদ্ধ হলেও অর্থনৈতিক জটিলতায় সিনেমার কাজ শেষ হয়নি।