সুবীর নন্দীর প্রথম প্রয়াণ দিবস আজ
‘ও আমার উড়ালপঙ্খি রে’, ‘কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে’—গানগুলোর কথা মনে হলেই কানে বেজে ওঠে সুবীর নন্দীর সেই চিরচেনা সুর। এমন অসংখ্য গান দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি। বলিষ্ঠ ব্যক্তিত্বের আধিকারী এই মানুষটি ছিলেন সংগীত অঙ্গনের আইকন। গত বছর আজকের এই দিনে (৭ মে) পৃথিবী থেকে বিদায় নেন বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। আজ তাঁর প্রথম প্রয়াণ দিবস।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুবীর নন্দী। পরপর তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
এর আগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল তাঁর। ১৮ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর গত বছর ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেওয়া হয় সুবীর নন্দীকে।
বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রের প্লেব্যাকে তাঁর অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। দেশের জনপ্রিয় এই সংগীতশিল্পীর ১৯৮১ সালে প্রথম একক অ্যালবাম প্রকাশ হয়। ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন তিনি। দীর্ঘ ৪০ বছরের সংগীত ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার। পেয়েছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক।
সুবীর নন্দীর গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো—কেন ভালোবাসা হারিয়ে যায়, চাঁদে কলঙ্ক আছে যেমন, বধূ তোমার আমার এই যে পিরিতি, একটা ছিল সোনার কইন্যা, আমি বৃষ্টির কাছ থেকে, দিন যায় কথা থাকে, আশা ছিল মনে মনে প্রভৃতি।