সুশান্তের আত্মহত্যা : আদিত্য চোপড়াকে জিজ্ঞাসাবাদ
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় এবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন চলচ্চিত্র নির্মাতা ও যশরাজ ফিল্মসের চেয়ারম্যান আদিত্য চোপড়া। সম্প্রতি তাঁকে মুম্বাইয়ের বারসোভা থানায় তলব করা হয়।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, আদিত্যকে তিন ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। হিন্দুস্তান টাইমসের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে। এ সম্পর্কে পুলিশ কর্মকর্তা অভিষেক ত্রিমুখী বলেন, ‘আমরা সুশান্তের মৃত্যুর চলমান তদন্তে আদিত্যের বয়ান রেকর্ড করেছি।’
গত ১৪ জুন সুশান্ত তাঁর বান্দ্রার বাসভবনে আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। মুম্বাই পুলিশ সম্ভাব্য সব দিক বিবেচনা করে মামলাটির তদন্ত করছে। সুশান্তের আত্মহত্যা মামলায় এ পর্যন্ত সুশান্তের ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পিঠানি, বান্ধবী রিয়া চক্রবর্তী, সঞ্জনা সংঘী, মুকেশ ছাবড়া, সঞ্জয় লীলা বানসালি, বোন নীতু এবং মিতু সিং, বাবা কে কে সিংসহ ৩৬ জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ।
সম্প্রতি সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী তদন্তের দায়িত্ব সিবিআইয়ের কাছে হস্তান্তরের জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দাবি জানান। তবে এ ব্যাপারে এখনো কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি।