সুস্থ মনের মানুষকে ধন্যবাদ জানালেন তাহসান

Looks like you've blocked notifications!
অভিনেতা, সংগীতশিল্পী তাহসান খান। ছবি : এনটিভি অনলাইন

দেখতে দেখতে শততম নাটকের মাইলফলক স্পর্শ করেছেন জনপ্রিয় অভিনেতা তাহসান খান। সংগীতজগতেও ব্যাপক পদচারণা থাকা এই তারকা গান দিয়েও সবাইকে মুগ্ধতার আবেশে জড়িয়ে রাখছেন দীর্ঘদিন। আর এবারের নাটকটিতে রয়েছে তাহসানের গানও। সম্প্রতি মুক্তি পাওয়া এই নাটক এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ভক্ত-অনুরাগীদের মধ্যে। আর তাঁদের ভালোবাসায় সিক্ত তাহসান প্রতিক্রিয়া জানালেন নিজস্ব ভঙ্গিমায়।

বিনোদন জগতের অলরাউন্ডার বলা চলে তাহসানকে। কণ্ঠের জাদুতে মাতিয়ে রাখার পাশাপাশি অভিনয়ে স্বাতন্ত্র্য, গীতিকার হিসেবে বৈচিত্র্য, সুরকার হিসেবে ভিন্নতা তাহসানকে এ সময়ের অন্যতম শীর্ষ তারকা হিসেবে অভিহিত করেন অনেকেই।

সম্প্রতি মুক্তি পায় তাহসান অভিনীত শততম নাটক ‘মেমোরিস—কল্পতরুর গল্প’। মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় এতে তাহসানের বিপরীতে অভিনয় করেছেন শায়লা সাবি। মুক্তির চার দিনের মাথায় নাটকটি ইউটিউবে ১০ লাখেরও বেশিবার দেখা হয়েছে।

ভক্ত-অনুরাগীদের ইতিবাচক সাড়া পেয়ে তাই অভিভূত তাহসান। সন্তুষ্ট হওয়ার বিষয়টি এরই মধ্যে এনেছেন প্রকাশ্যে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে গতকাল তিনি লেখেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমার কাজ ভালোবেসেছ, ধন্যবাদ সুস্থ মনের মানুষ, আমার জন্যে উঠে দাঁড়িয়েছ

আলোচিত এই তারকা শিল্পীর পোস্টটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। পোস্টটিতে এরই মধ্যে ২২ হাজারেরও বেশি লাইক পড়েছে। মন্তব্যে জমা পড়েছে ১৫০০টিরও বেশি।

তাহসানের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘মনফড়িং এর গল্প’, ‘মনসুবা জংশন’, ‘নীল পরী নীলাঞ্জনা’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘অ্যাংরি বার্ডস’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’ প্রভৃতি।