সুস্থ হয়ে দেশে ফিরেছেন ডিপজল

Looks like you've blocked notifications!
অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ছবি : এনটিভি অনলাইন

চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল বৃহস্পতিবার রাতে দুবাই থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বর্তমান বেশ সুস্থ আছেন এই অভিনেতা।

আজ শনিবার বিকেল ৪টার দিকে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিপজল। তিনি বলেন, ‘আমি এখন সুস্থ আছি। ওখানে প্রথমে যে হাসপাতালে ছিলাম, ওরা বলেছিল রিং পরাতে। তবে অন্য দুই হাসপাতাল বলেছে, ওষুধ খেয়ে চলে আসতে। এখন কোনো অসুবিধা নেই।’

গত ৭ ডিসেম্বর দুবাই থেকে ডিপজলের বড় ছেলে শাদমান মনোয়ার অমি এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন, ডিপজলের হার্টে দুটি রি-ব্লক ধরা পড়েছে। নিয়মিত চেকআপের অংশ হিসেবে চিকিৎসা নিতে ডিপজল ঢাকা ছাড়েন ১ ডিসেম্বর। তিনি নিয়মিত সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও এবার ভিসা জটিলতায় হাসপাতালটির দুবাই শাখায় চিকিৎসা নিয়েছেন।

মনোয়ার হোসেন ডিপজল ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন। এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।