সেলফি না তোলায় কনসার্টে সোনু নিগমের ওপর হামলা

Looks like you've blocked notifications!
গায়ক সোনু নিগম। ছবি : কইমই

সেলফি তোলার আবদার না মেটানোয় হামলার শিকার হয়েছেন সোনু নিগম। সোমবার মুম্বাইয়ের চেম্বুর এলাকার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানাচ্ছে, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোনু নিগম চেম্বুর থানায় যে  অভিযোগ দায়ের করেছেন সেখানে অভিযুক্ত ব্যক্তি বিধায়ক প্রকাশ ফাতার্পেকারজির ছেলে।

সোনুর অভিযোগ, গান গেয়ে স্টেজ থেকে নামার সময় দুই ব্যক্তি জোর করে সোনুর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ায় তাকে মঞ্চের সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। সোনুকে বাঁচাতে এগিয়ে আসায় ধাক্কাটা নিরাপত্তারক্ষীর গায়ে লাগে এবং তিনি সিঁড়ি থেকে পড়ে যান। রাগের মাথায়, ছেলেটি সোনুকেও ধাক্কা দেয়। তিনিও সিঁড়িতে পড়ে যান।

এরপর সংগীত শিল্পীকে বাঁচাতে এগিয়ে আসেন তার বন্ধু রব্বানি খান। তাকেও ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়।