স্ত্রী নিপার সঙ্গে সায়মনের প্রথম ছবি প্রকাশ
দেশি শোবিজ অঙ্গনে গোপনে বিয়ে বা সন্তানের কথা আড়ালে রাখার রেওয়াজ রয়েছে। চিত্রনায়ক সায়মন সাদিকও দীর্ঘদিন নিজের বিয়ের খবর গোপন রেখেছিলেন। সম্প্রতি বিয়ে ও তাঁর সন্তানের খবর জানিয়েছেন তিনি। এমনকি স্ত্রী-সন্তানের ছবিও প্রকাশ করেছেন।
গতকাল রোববার স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করেন সায়মন। ক্যাপশন লেখেন, ‘তাহার সাথে প্রথম ছবি প্রকাশ’।
সম্প্রতি অবকাশ যাপনের জন্য সেন্ট মার্টিন গেছেন এই দম্পতি। সেখানে বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন তাঁরা। এরই বেশ কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছেন সায়মন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সায়মন সাদিক ছয় বছর আগে বিয়ে করেন। দীর্ঘ নয় বছর প্রেম করার পর দুই পরিবারের সম্মতিতে ২০১৪ সালের ডিসেম্বরে বিয়ে করেন। সায়মনের স্ত্রীর নাম নিপা সাদিক, তিনি ঢাকার মেয়ে। এ দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে। বড় ছেলের নাম সাদিক মো. সাইয়্যান। তার বয়স চার বছর চার মাস। সে এখন প্রথম শ্রেণিতে পড়াশোনা করছে। আর ছোট ছেলের নাম সাদিক মোহাম্মদ সাইয়্যার। তার বয়স পাঁচ মাস।
সায়মনের পরবর্তী সিনেমা ‘আনন্দ অশ্রু’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহি। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।
২০১২ সালে জাকির হোসেন পরিচালিত ‘জ্বী হুজুর’ দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু সায়মনের। পরের বছর ‘পোড়ামন’-এ অভিনয় করে জনপ্রিয়তা পান। প্রশংসাও কুড়ান। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। আর ‘জান্নাত’ চলচ্চিত্রে অভিনয় করে ২০১৯ সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।