স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কারিশমাকন্যা সামাইরা
বলিউডে দীর্ঘদিন রাজত্ব করেছেন একসময়ের সাড়াজাগানো অভিনেত্রী কারিশমা কাপুর। সমসাময়িক অন্য অভিনেত্রীদের সঙ্গে টেক্কা দিয়ে নিজেকে নিয়মিতই লাইমলাইটে এনেছেন তিনি। আর তারকার সন্তানদের তারকা হয়ে ওঠার গল্পের সঙ্গে অনেকেই পরিচিত। বিনোদন অঙ্গনের অনেকের সন্তানই এসেছেন এই জগতে। এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন কারিশমার মেয়ে সামাইরা কাপুর।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, ‘দাউদ’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন সামাইরা। এটি পরিচালনা করেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের বোন রাইসা পান্ডে। সাড়ে সাত মিনিটের ওই চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন শানায়া কাপুরের ভাই জাহান কাপুর।
দেখুন চলচ্চিত্রটি :
ছবিতে একটি সহযোগী চরিত্রে অভিনয় করেছেন সামাইরা। ভারতের মুম্বাইয়ের একটি বস্তিতে বাস করা এক মেয়ের জীবনকাহিনি নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। ছবিতে ওই মেয়েকে তাঁর মাকে সাহায্য করতে পেনসিল বিক্রি করতে দেখা যায়। তবে ওই মেয়েটি স্বপ্ন দেখে স্প্রিন্টার হওয়ার। তাঁর সাহায্যে এগিয়ে আসে অবস্থাপন্ন পরিবারের তিনজন ছাত্রী। তাঁরা তাঁকে জুতা কিনে দেয় এবং স্বপ্নপূরণে উৎসাহ দিতে থাকে।
চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন রাইসা পান্ডে। এর প্রযোজনার দায়িত্বে ছিলেন তাঁর বাবা খ্যাতিমান বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে। তবে এবারই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে মাত্র ১০ বছর বয়সে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি তাতে অভিনয়ও করেন সামাইরা। ওই চলচ্চিত্রটি ভারতে অনুষ্ঠিত হওয়া ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ‘খুদে পরিচালক’ বিভাগে প্রদর্শিত হয়।
সম্প্রতি বলিউডের খ্যাতিমান নির্মাতা-প্রযোজক একতা কাপুরের পরিচালনায় ‘মেন্টালহুড’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেন কারিশমা। এর মাধ্যমে দীর্ঘদিন পরে অভিনয়ে ফিরলেন কারিশমা।