স্বাস্থ্যকর্মীদের পিপিই দিলেন অর্জুন রামপাল
এরই মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আর এই ক্রান্তিকালে বিভিন্ন মহল থেকে সবাইকে সাহায্য করতে আহ্বান জানানো হচ্ছে। ভারতীয় অভিনেতা ও প্রযোজক অর্জুন রামপাল এবার করোনাযুদ্ধে ব্যস্ত চিকিৎসক ও নার্সদের জন্য হাসপাতালগুলোতে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ করেছেন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, এই মহতী কার্যক্রমের কথা নিজেই প্রকাশ্যে এনেছেন অর্জুন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে করা এক পোস্টে স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি ভক্ত-অনুরাগীদেরও এই সংকটকালে এগিয়ে আসার আহ্বান জানান। সাহায্য পাঠানোর জন্য অ্যাকউন্ট নম্বরও সংযুক্ত করে দেন পোস্টে।
সম্প্রতি বলিউড সুপারস্টার শাহরুখ খান মহারাষ্ট্রে কাজ করা স্বাস্থ্যকর্মীদের জন্য ২৫ হাজার পিপিই অনুদান দেন। তাঁর এমন কর্মকাণ্ডে মহারাষ্ট্রের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক মন্ত্রী রাজেশ তোপ তাঁকে ধন্যবাদ জানান।
এর আগে বলিউডে অক্ষয় কুমার, সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, কার্তিক আরিয়ান, ভিকি কুশল, আলিয়া ভাট; দক্ষিণী মহাতারকা রজনীকান্ত, প্রভাস, মহেশ বাবু, আল্লু অর্জুন, তামান্না ভাটিয়াসহ অনেক তারকা করোনাভাইরাস মোকাবিলায় নানা অঙ্কের অনুদান দিয়েছেন।