হতাশ দর্শক, ৪ দিনে আয় ৫৪ কোটি
ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক প্রেক্ষাপট, বড় বাজেট আর গল্পের কারণে অনেকেই ভেবেছিলেন বক্স অফিসে সাড়া ফেলবে স্পোর্টস ড্রামা ‘৮৩’। তবে দর্শক হতাশ। হতাশ বাণিজ্য বিশ্লেষকেরাও।
বলিউডের বহুল প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা ‘৮৩’ গত শুক্রবার মুক্তি পেয়েছে। প্রথম দিনে বক্স অফিসে মোটামুটি সংগ্রহ করে সিনেমাটি। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি মুক্তি পেয়েছে। চার দিনে ৫০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি।
বলিউডের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, ভারতের বক্স অফিসে চার দিনে সিনেমাটির সংগ্রহ ৫৪ কোটি রুপির বেশি। তাঁর হিসাবে : শুক্রবার ১২.৬৪ কোটি, শনিবার ১৬.৯৫ কোটি, রোববার ১৭.৪১ কোটি, সোমবার ৭.২৯ কোটি রুপি; মোট সংগ্রহ ৫৪.২৯ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।
তারান আদর্শ আরও জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তিন দিনে ২৬ কোটি ১৬ লাখ রুপি আয় করেছে এ সিনেমা।
আন্তর্জাতিক বাজারে ৮০টি দেশের এক হাজার ৫১২ স্ক্রিনে মুক্তি পেয়েছে এ ঐতিহাসিক সিনেমা। আর ভারতে তিন হাজার ৭৪১টি পর্দায় মুক্তি পায় সিনেমাটি। সে হিসাবে বক্স অফিসে তেমন সংগ্রহ করতে পারেনি সিনেমাটি।
গত ২৩ ডিসেম্বর রণবীর সিং অভিনীত ‘৮৩’ আন্তর্জাতিক বাজারে মুক্তি পায়। সৌদি আরবের ৪৪টি স্ক্রিনে এ সিনেমা প্রদর্শন হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশে এবারই প্রথম এতগুলো স্ক্রিনে ভারতের কোনও সিনেমা মুক্তি পেল। অস্ট্রেলিয়াতেও বেশ বড় পরিসরে সিনেমাটি মুক্তি পেয়েছে।
গত ১৫ ডিসেম্বর জেদ্দায় আয়োজিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। একই সপ্তাহে বিশ্বের সুউচ্চ ভবন বুর্জ খলিফায় সিনেমাটির ট্রেইলার দেখানো হয়।
ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। এ ছবিতে তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোনও রয়েছেন। কপিলের স্ত্রীর ভূমিকায় রয়েছেন দীপিকা।
১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের কাহিনি অবলম্বনে সিনেমাটি নির্মিত। সিনেমাটি পরিচালনা করেছেন কবির খান। এতে আরও অভিনয় করেছেন তাহির রাজ ভাসিন, জিভা, সাকিব সেলিম, যতীন স্বর্ণা, চিরাগ পাতিল, দিঙ্কার শর্মা, নিশান্ত দহিয়া, হার্ডি সাঁধু, সাহিল খট্টর, এমি ভির্ক, আদিনাথ কোঠারে, ধৈর্য করবা, আর বদ্রি ও পঙ্কজ ত্রিপাঠি।