হাত না মিলিয়ে সালাম দেওয়ার পরামর্শ সালমানের
প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্ক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর প্রকোপ থেকে বাঁচতে নানা সতর্কতা অবলম্বন করছেন অনেকেই। বিভিন্ন অঙ্গনের তারকারাও জনসাধারণের উদ্দেশে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন করোনাভাইরাস থেকে রক্ষা পেতে। এবার বলিউড সুপারস্টার সালমান খানও কথা বললেন জনসাধারণের সুরক্ষা ইস্যুতে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, গতকাল ৫ মার্চ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সালমান। সেখানে তিনি সবাইকে হাত মেলানোর পরিবর্তে নমস্কার বা সালাম দেওয়ার পরামর্শ দেন। সালমান লেখেন, ‘নমস্কার ও সালাম উভয়ই আমাদের সভ্যতায় আছে। যখন করোনাভাইরাস আর থাকবে না, তখন হাত মেলাও বা গালে গাল স্পর্শ করো।’
পোস্টের সঙ্গে নিজের দারুণ একটি ছবি যুক্ত করে দিতেও ভোলেননি সালমান। তাঁর ওই পোস্টটি যে ব্যাপক সাড়া ফেলেছে, তা লাইকের সংখ্যা দেখেই বোঝা যায়। এরই মধ্যে ২৫ লাখেরও বেশি লাইক পড়েছে ছবিটিতে।
আগামী ঈদে ভক্ত-অনুরাগীদের জন্য ‘রাধে : ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ নিয়ে হাজির হবেন সালমান। এতে আরো অভিনয় করবেন দিশা পাটানি ও জ্যাকি শ্রফ।