হাসপাতালে অক্সিজেন সাপোর্টে কবির সুমন
ওপার বাংলার নন্দিত গীতিকার, সুরকার, গায়ক, সংগীত পরিচালক কবির সুমন হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্বাসকষ্ট, জ্বর এবং অন্যান্য কিছু সমস্যা নিয়ে আজ সোমবার ভোরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে এই সংগীত তারকাকে।
কলকাতার আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণের খবর, হাসপাতালে ভর্তির সময় কবির সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। এই মুহূর্তে অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে। হাসপাতালের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন সুমন। সুমনের চিকিৎসার দায়িত্বে রয়েছেন হাসপাতালটির মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষ।
প্রতিবেদনে বলা হয়েছে, কবির সুমনের কোভিড পরীক্ষাও করা হয়েছে। যদিও এখনও রিপোর্ট আসেনি। এ ছাড়া সুমনের বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হবে বলেও জানা গেছে।
১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবাম দিয়ে বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন কবির সুমন। তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য জনপ্রিয় গান। দুই বাংলায় সমান জনপ্রিয়তা তাঁর।