হাসপাতালে ভর্তি নির্মাতা সি বি জামান

Looks like you've blocked notifications!

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি নির্মাতা সি বি জামান।

মঙ্গলবার সন্ধ্যায় প্রবীণ চলচ্চিত্র পরিচালক সি বি জামান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় তিনি পান্থপথে নিজের এক আত্মীয়র বাসায় অবস্থান করছিলেন। দ্রুত তাঁকে শমরিতা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত আনুমানিক সাড়ে ৯টায় তাঁকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) স্থানান্তর করা হয়।

১৯৭৩ সাল হতে ১৯৯০ সাল পর্যন্ত সরাসরি চলচ্চিত্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন সি বি জামান। এ সময়ে তিনি নির্মাণ করেন একে একে ‘ঝড়ের পাখি’ (১৯৭৩), ‘উজান ভাটি’ (১৯৮২), ‘পুরস্কার’ (১৯৮৩), ‘শুভরাত্রি’ (১৯৮৫), ‘হাসি’ (১৯৮৬), ‘লাল গোলাপ’ (১৯৮৯) ও ‘কুসুম কলি’র (১৯৯০) মতো কালজয়ী চলচ্চিত্র। এর মধ্যে ব্যবসায়িক সফলতার পাশাপাশি ১৯৮৬ সালে ছয়টি ক্যাটাগরিতে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সর্বশেষ ৩০ বছরের বিরতি কাটিয়ে কিছুদিন আগে ‌‘অ্যাডভোকেট সুরাজ’ নামক নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়ে আবারও আলোচনায় আসেন। যে চলচ্চিত্রে বলিউডের পূজা চোপড়া, হলিউডের একজন নায়িকাসহ সাত/আটটি দেশের জনপ্রিয় শিল্পী-কলাকুশলীরা কাজ করবেন বলে জানা গেছে।