হায়দরাবাদ থেকে বাপ্পীর বার্তা : মিস করছি বাংলা সিনেমাকে

Looks like you've blocked notifications!
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ছবি : এনটিভি অনলাইন

চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে যাঁরা কাছ থেকে চেনেন, তাঁরা ঠিকই জানেন, শুক্রবার সকালেই সিনেমা হলে ছোটেন এই নায়ক। মুক্তিপ্রাপ্ত যে কোনও বাংলা সিনেমার প্রথম শোয়ের দর্শক তিনি। সেই বাপ্পী এবারের ঈদের সিনেমা নিয়ে নীরব কেন?

সেই আলোচনা নিজেই পরিষ্কার করেছেন নায়ক। ফেসবুকে এক বিবৃতিতে বাপ্পী জানিয়েছেন, ‘বাংলাদেশকে মিস করছি। মিস করছি বাংলা সিনেমাকে। ভাবছেন নীরব কেন আপনাদের বাপ্পী?’
 
বাপ্পীর ভাষ্য, ‘এ মুহূর্তে আমার পুরোপুরি মনোযোগ মায়ের সুস্থতা নিয়ে। ঈদের আগেই ভারতের হায়দরাবাদে এসেছি। যদিও শত ব্যস্ততার মাঝে ঈদের সিনেমার খবর রাখতে ভুল করিনি। জেনেছি দর্শক আমাদের সিনেমাগুলো দারুণভাবে গ্রহণ করেছে। আপনাদের আশীর্বাদে সব ঠিক থাকলে আগামী ২৫ জুলাই ঢাকার পথে মাকে নিয়ে রওনা হব। এসেই কথা দিচ্ছি সিনেমাগুলো দেখা শেষ করব। জয় হোক বাংলা সিনেমার।’

ঈদের তিন সিনেমার পোস্টার। ছবি : কোলাজ

ঈদুল আজহা উপলক্ষে আজ (১০ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিন সিনেমা; অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’, শরিফুল রাজের ‘পরাণ’ ও জিয়াউল রোশানের ‘সাইকো’। এই তিন সিনেমার বাজেট সর্বমোট প্রায় ১০১ কোটি টাকা, যা ঢাকাই সিনেমার ইতিহাসে প্রথম।