হিজাব পরে গাইলেন এনা সাহা, দিলেন সম্প্রীতির বার্তা
ভারতজুড়ে চলছে উত্তাল সময়। সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে আন্দোলন। নিয়মিতই ঘটছে হতাহতের ঘটনা। আর এমন পরিস্থিতিতে অভিনব উপায়ে সম্প্রীতির বার্তা দিলেন ভারতীয় অভিনেত্রী এনা সাহা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, গত ২৮ ডিসেম্বর শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে সম্প্রীতির বার্তা দিয়েছেন এনা। সেখানে দেখা যাচ্ছে, হিজাব পরে আছেন এনা। শুধু এনাই নন, বিভিন্ন ধর্মের প্রচলিত পোশাক পরেছেন অন্যরা। কারো গায়ে নামাবলী, কারো মাথায় টুপি, আবার কারো গলায় ক্রুশ। তাঁরা প্রত্যেকে ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন’ গেয়েছেন ভিডিওতে।
ওই ভিডিওর ক্যাপশনে এনা লিখেছেন, ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের সুন্দর দেশের নাগরিকদের চালিত করেছে সবসময়। দেশের সব ধর্মকে এক সূত্রে বাঁধার পথ হলো ঐক্য। আর বৈচিত্র্য হলো বিভিন্ন ধরনের মানুষের ধারণাগুলো এক জায়গায় আসা। আজ আমরা দেশের সব ধরনের সংস্কৃতিকে সম্মান জানাই।’
স্বাভাবিকভাবেই এই অস্থির সময়ে এনার দারুণ ওই ভিডিও প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে এনা একটি ওয়েব সিরিজে কাজ করছেন। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘ভূত চতুর্দশী।’