হুট করেই কাজ করতে পারি না : শরিফুল রাজ
নাম শরিফুল রাজ। ‘হাওয়া’, ‘পরাণ’, ‘রক্তজবা’ ও ‘দামাল’ এই চার সিনেমা মুক্তির অপেক্ষায় আছে তাঁর। সিনেমাগুলো মুক্তির পরই বলা যাবে ঢাকাই সিনেমায় ‘রাজত্ব’ করতে পারবেন কি না শরিফুল রাজ। তবে ‘আইসক্রিম’ ও ‘ন ডরাই’ সিনেমায় নজর কেড়েছিলেন এই চিয়নায়ক।
সিনেমার বাইরেও হালের জনপ্রিয় ওয়েব সিরিজ ও ফিল্মে নিয়মিত মুখ শরিফুল রাজ। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ ‘বিলাপ’ ও ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। যদিও ওয়েব কনটেন্ট দুনিয়ায় শরিফুল রাজ আলোচনায় এসেছেন ‘মাইনকার চিপায়’ ও ‘ইনফিনিটি’ সিরিজে অভিনয় করে।
সাম্প্রতিক সময়ের এই ক্যারিয়ার গ্রাফের শরিফুল রাজের কাছে আজ শুক্রবার দুপুরে এনটিভি অনলাইন জানতে চেয়েছিল নতুন কাজের বিষয়ে।
এ ব্যাপারে রাজের ভাষ্য, “লকডাউনের কারণে এখন বাসায় আছি। নুসরাত ইমরোজ তিশা আপুর সঙ্গে ‘রক্তজবা’ সিনেমার কাজ শেষ করলাম। এরপর ‘দামাল’ সিনেমার কিছু কাজ বাকি আছে। এই সিনেমায় আমার লুকের একটা ব্যাপার আছে। এই কাজটা শেষ করে অন্য কাজে হাত দিব।”
কী সেই সব কাজ- সিনেমা, ওয়েব সিরিজ নাকি ফিল্ম? রাজের উত্তর, ‘এখনো তো সেসব নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। হাতে সব মিলিয়ে বেশি কিছু স্ক্রিপ্ট আছে। লকডাউনের পর সিদ্ধান্ত নিব, তখন বাকিটা বলা যাবে।
আমার কাজের তো একটা ধরন আছে, হুট করেই কাজ করতে পারি না। আগে চরিত্র, গল্পের ধরন বুঝতে হয়। সময় দিতে হয়..।’
এক সময় মডেলিংয়ে তুমুল ব্যস্ত ছিলেন? এখন কী শুধু বড় পর্দায় কাজ নিয়েই ব্যস্ত? ‘না, না, আমি তো এখনো মডেলিং করি। মিউজিক্যাল ফিল্মেও কাজ করলাম, বিজ্ঞাপনেও কাজ করছি। কাজ না করলে খাব কী?’ হাসতে হাসতে কথাগুলো বলছিলেন রাজ।
হাতে কোনো কাজ এলে আগে কোন বিষয়টি দেখেন? এমন প্রশ্নে রাজের ছোট উত্তর, ‘গল্প আর আমার চরিত্র।’ আর পারিশ্রমিক? ‘আমার সঙ্গে যারা কাজ করেছেন তাঁরা জানেন যে, আমি এটা নিয়ে তাঁদের সঙ্গে অনেক পরে আলাপ-আলোচনা করি।’
আলাপচারিতায় শেষ প্রশ্ন ছিল- তাহলে তো বলা যায়, ক্যারিয়ারে বেশ ভালো সময় সময় যাচ্ছে। রাজের কি তাহলে এখন সিনেপর্দায় ‘রাজত্ব’ করার সময়? অভিনেতার উত্তর, ‘সেটা তো আমি জানি না; আমার কাজ হচ্ছে মনের মতো কাজ করে যাওয়া, পরিশ্রম করা; বাকিটা আল্লাহ আর দর্শকের হাতে।’