১০০ কোটির ‘কেজিএফ টু’ দেখতে আরও ৮ মাসের অপেক্ষা
ভারতের কন্নড় ভাষার চলচ্চিত্র অঙ্গনের সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমার মুক্তির তারিখ ছিল এ বছরের ১৬ জুলাই। বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলেও জানানো হয়েছিল। তবে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে ১৬ জুলাই মুক্তি পায়নি সিনেমাটি।
এর পরে খবর আসে, এ সিনেমার সম্ভাব্য মুক্তির তারিখ ৯ সেপ্টেম্বর। সেটিও হচ্ছে না। যেন শেষ হচ্ছে না অপেক্ষার পালা। অবশেষে আজ সামাজিক পাতায় ইয়াশ এ সিনেমার মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন। যদিও প্রেক্ষাগৃহে সিনেমাটির রসাস্বাদনে দর্শকের অপেক্ষা করতে হবে প্রায় আট মাস। ২০২২ সালের ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।
‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হবেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।
১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন প্রশান্ত নীল এবং প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দুর। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় কেজিএফের দ্বিতীয় কিস্তি মুক্তি পাবে।