১০০ কোটি টাকার সিনেমার মোশন পোস্টার নিয়ে হাস্যরস!
ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিলের আসন্ন ‘দিন : দ্য ডে’ সিনেমার বাজেট ১২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি টাকার বেশি। গেল ২৭ ফেব্রুয়ারি এক আয়োজনে এমন তথ্য জানিয়েছিলেন ‘অসম্ভবকে সম্ভব করা’ সংলাপের অভিনেতা।
বৃহস্পতিবার দুপুর ৩টা ১৭ মিনিটে নিজের ফেসবুক পেজে অনন্ত জলিল এই সিনেমার একটি মোশন পোস্টার শেয়ার করেছেন। সেখানে তিনি ক্যাপশন জুড়েছেন, ‘দ্য বিগ বস ইজ ব্যাক।’
তবে অন্তর্জালে অনন্তের এই মোশন পোস্টার সমালোচনার মুখে পড়েছে। এই সমালোচনার কিছুটা ধারণা পাওয়া যাবে অনন্তের শেয়ার করা সেই পোস্টেই। ২৪ ঘণ্টা না পেরোতেই ওই পোস্টারে ১৮ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে। যেখানে ১১ হাজারের বেশি জন হাস্যরস করেছেন। মন্তব্য করেছেন চার হাজারের বেশি জন, যার অধিকাংশই এমন মোশন পোস্টারের তীব্র সমালোচনা করেছেন। তবে সিনেমাটির ট্রেইলার প্রকাশের পর প্রশংসিত হয়েছিল।
যদিও এ প্রসঙ্গে অনন্ত জলিলের প্রতিক্রিয়া গ্রহণ করা সম্ভব হয়নি এই প্রতিবেদন লেখা পর্যন্ত।
জানা গেছে, অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন : দ্য ডে’ সিনেমাটি আগামী পবিত্র ঈদুল আজহায় পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।