১৫ কেজি ওজন বাড়াতেই হবে কৃতির!

Looks like you've blocked notifications!
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ছবি : সংগৃহীত

সিনেমার প্রয়োজনে অভিনেতাদের ওজন বাড়ানো-কমানোর খবর হামেশাই শোনা যায়। ‘দঙ্গল’ ছবির জন্য আমির খান বাড়িয়েছিলেন ওজন। পরে পরিশ্রম করে, ঘাম ঝরিয়ে পরবর্তী ছবির জন্য নিখুঁত ফিগার গড়তে হয়েছে। এবার কৃতিকে পড়তে হচ্ছে ওজন বাড়ানোর খপ্পরে।

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের নিখুঁত ফিগার সম্পর্কে জানেন সবাই। সেই স্লিম ফিগারের আবেদনময়ী এখন জোর কদমে ওজন বাড়ানোর প্রস্তুতিতে লেগে রয়েছেন। তাও আবার বাড়াতে হবে ১৫ কেজি!

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক লক্ষ্মণ উতেকারের ‘মিমি’ ছবিতে নিজের চরিত্রের প্রয়োজনেই এখন ওজন বাড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃতি। ছবিটি ২০১০-এ মুক্তিপ্রাপ্ত মারাঠি ছবি ‘মালা আয় ভয়চয়’-ছবি থেকে অনুপ্রাণিত। এই ছবিটি ২০১১ সালে সেরা মারাঠি ছবি হিসেবে পুরস্কারও জিতে নেয়।

কৃতি বলেছেন, ‘মালা আয় ভয়চয়’ তাঁর ভীষণ পছন্দের। ছবিটির জন্য তিনি তাঁর সেরাটা দিতে চান।

গণমাধ্যমকে কৃতি শ্যানন বলেন, ‘আমার শারীরিক কাঠামোতে ওজন বাড়ানোটা সত্যিই চ্যালেঞ্জের। আমাকে মেটাবলিজমের সঙ্গে লড়াই করতে হবে, ক্যালরি বাড়াতে হবে। আমার হাতে খুব কম সময় রয়েছে। যদিও পুরো বিষয়টি নিয়ে আমি খুবই উৎসাহী। ছবিটি আমার হৃদয়ের ভীষণই কাছের। পুরো বিষয়টি নিয়ে আমি ভীষণ উৎসাহী।’

‘মিমি’ ছবিটিতে কৃতি ছাড়াও দেখা যাবে অভিনেত্রী সাই তমহনকর ও পঙ্কজ ত্রিপাঠিকে।

এদিকে, ২০২১ সালের ঈদের ছবি ঘোষণা দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ছবির নামও চূড়ান্ত ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবি প্রযোজনা করছেন ‘কিক’ প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। আর এ ছবি পরিচালনা করবেন ফরহাদ সামজি।

এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে সালমান খানের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন কৃতি শ্যানন। এ খবর সত্যি হলে প্রথমবারের মতো সালমানের নায়িকা হতে চলেছেন কৃতি। যদিও এখনো এ খবরের সত্যতা নিয়ে মুখ খোলেননি নির্মাতাদের কেউ।

মজার ব্যাপার হচ্ছে, সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট কৃতি শ্যাননকে ‘হিরোপন্তি’ দিয়ে অভিষেক করিয়েছিল। এ ছাড়া নাদিয়াদওয়ালা ও ফরহাদ সামজির ‘বচ্চন পান্ডে’ ছবিতেও কাজ করছেন কৃতি, এ ছবিতে কৃতির নায়ক অক্ষয় কুমার। এটি মুক্তি পাবে চলতি বছরের ক্রিসমাস ডেতে।