১৬ সিনেমা হলে চলছে ‘নবাব এলএলবি’

Looks like you've blocked notifications!
সিনেমাটির দৃশ্যে শাকিব খান। ছবি : সংগৃহীত

ঢাকাসহ সারা দেশের ১৬টি সিনেমা হলে আজ শুক্রবার (২৫ জুন) মুক্তি পেয়েছে চিত্রনায়ক শাকিব খানের আলোচিত সিনেমা ‘নবাব এলএলবি’। পরিচালক অনন্য মামুনের এই সিনেমার মাধ্যমে ৪৭৬ দিন পর নতুন কোনো সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে ফিরলেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।

পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, আরও বেশি সংখ্যক সিনেমা হলে সিনেমাটি মুক্তির কথা থাকলেও অনেক হল মালিক প্রশাসনের ভয়ে সিনেমা হল খুলতে চাইছেন না।

গেল বছরের ১৬ ডিসেম্বর দেশের প্রথম সিনেমা হিসেবে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পায় ‘নবাব এলএলবি’। এরপর সিনেমাটির সংলাপে পুলিশকে ‘হেয় করার’ অভিযোগে পর্নোগ্রাফি আইনে এক মামলায় সিনেমাটির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সে মামলায় আটকের ১৮ দিন পর মুক্তি পান তাঁরা।

এরপর একাধিক বির্তক শেষে ৯ মিনিট ৪৩ সেকেন্ড কেটে সিনেমাটি সিনেমা হলে মুক্তির জন্য অনুমোদন দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই।