‘১৯৭১ সেই সব দিন’-এ পরী মণি
অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এরই মধ্যে নাটক রচনা, নির্মাণ উপস্থাপনাসহ নানা ক্ষেত্রে সফলতা দেখিয়েছেন। এবার ক্যারিয়ারে যুক্ত হচ্ছে চলচ্চিত্র। প্রথমবার তিনি সিনেমা নির্মাণ করছেন। সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’ শিরোনামের চলচ্চিত্রটিতে অভিনয় করবেন চিত্রনায়িকা পরী মণি।
হৃদি হকের প্রথম সিনেমায় পরী মণির সঙ্গে জুটি বাঁধছেন কলকাতার অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে পরী মণি ও দীপকে।
মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে নির্মিত এই সিনেমার শুটিং আজ থেকে শুরু হয়েছে। দেশের উত্তর জনপদের জেলা ঠাকুরগাঁওয়ে এ ছবির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিচালক হৃদি হক। শুটিংয়ে অংশ নিচ্ছেন পরী মণি, দীপ ছাড়াও আরো অনেকে।
ছবিটি সম্পর্কে হৃদি হক বলেন, ‘আজ থেকে শুটিং শুরু হয়েছে। এখানে আমরা ছোট একটা লটের কাজ করছি। তারপর পুরোদমে কাজ শুরু হবে। এটি আমার প্রথম সিনেমা। তাই বিশেষ যত্ন নিয়ে সিনেমার কাজটি করতে চাই। আশা করি, মুক্তিযুদ্ধ নিয়ে দর্শককে ভালো একটি সিনেমা উপহার দিতে পারব। এজন্য আমি সবার সহযোগিতা চাই।’
২০১৮-২০১৯ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সরকারি অনুদান পেয়েছে হৃদি হকের ‘১৯৭১ সেই সব দিন’।
২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পরী মণির। কোনো ছবি মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন। ‘রানা প্লাজা’, ‘আরো ভালোবাসব তোমায়’, লোককাহিনিনির্ভর ‘মহুয়া সুন্দরী’ ও অ্যাকশনধর্মী ‘রক্ত’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।