২০ বেডের আইসিইউর জন্য অজয়ের কোটি টাকা দান
বৈশ্বিক করোনা পরিস্থিতিতে ভারত বর্তমানে খুবই নাজুক অবস্থানে। রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি তো আরও ভয়াবহ। মুম্বাইয়ে প্রতিদিন গড়ে চার হাজার মানুষ কোডিভে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে করোনা রোগীর উপচেপড়া ভিড়। অক্সিজেন সংকটে মৃত্যুর সংখ্যা বাড়ছেই।
কিছুদিন আগে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার খাদ্য, ওষুধ এবং অক্সিজেন কিনতে এক কোটি রুপি অনুদান দেন। এবার খবর, মুম্বাইয়ের শিবাজি পার্কে ২০ বেডের কোভিড নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তৈরি করতে বৃহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনকে (বিএমসি) এক কোটি রুপি আর্থিক সহায়তা দিয়েছেন বলিউড তারকা অজয় দেবগন।
বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবরে আরও বলা হয়েছে, অজয় দেবগন তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা এনওয়াই ফাউন্ডেশনের মাধ্যমে ওই অর্থ বিএমসিকে অনুদান দিয়েছেন।
গেল বছর ভারতে যখন করোনা মহামারি বিরূপ প্রভাব ফেলেছিল, তখন ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন সুপারস্টার সালমান খান। এ বছর ফের দেশটিতে করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে। আবার ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছেন এ তারকা। দুদিন আগে করোনাযোদ্ধাদের খাদ্যসহায়তা দেন বলিউডের সাল্লু ভাই।
এদিকে, গত বছরের মতো এবারও কোভিডে আক্রান্তদের সহায়তায় হাত প্রশস্ত করেছেন অভিনেতা সোনু সুদ। তিনি ভারতের এই সংকটময় পরিস্থিতিতে আরও তারকাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।