২৩ কোটিতে অর্জুনের ফ্ল্যাট, চার কোটিতে রণবীরের গাড়ি
ভক্তরা তারকাদের সব খবর জানতে চান। পর্দার চেয়ে ঘরে খবরে যেন আগ্রহ বেশি তাদের। তেমনই দুই তারকার ঘরের খবর, বলিউড অভিনেতা অর্জুন কাপুর নতুন ফ্ল্যাট কিনেছেন আর রণবীর সিং কিনেছেন নতুন গাড়ি।
বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার সমুদ্রসৈকতের কাছে ‘৮১ অরিয়েট’ ভবনে চার হাজার ২১২ স্কয়ার ফুটের ফ্ল্যাট কিনেছেন। অর্জুনের এই ফ্ল্যাটের দাম ২০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি ৪২ লাখ টাকা।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, ল্যাম্বরগিনির ক্যান্ডি অরেঞ্জ রঙের ‘সুপার এসইউভি’ মডেলের নতুন গাড়ি কিনেছেন বলিউড তারকা রণবীর সিং। ভারতে গাড়িটির বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৪২ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় চার কোটি টাকার সমান।
‘ব্যান্ড বাজে বারাত’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে বলিউডে পা রেখেছিলেন রণবীর সিং। বর্তমানে তাঁর ‘সূর্যবংশী’ ও ‘এইটি থ্রি’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ‘সার্কাস’ সিনেমার শুটিং চলছে রণবীরের।