২৪ দিনে শুটিং শেষ, মুক্তি মার্চেই : তৌকীর আহমেদ
দেশের আলোচিত নির্মাতা তৌকীর আহমেদের সিনেমার শুট শুরু মানেই তা বিরতিহীন। কোনো সিনেমার শুট শুরু করলে সেই সিনেমা শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজ করেন না এই নির্মাতা। সে নিয়ম মেনেই রাজধানীর বনানী ক্লাবে সদ্য বিদায়ী বছরের ৯ ডিসেম্বর দেশের আলোচিত নির্মাতা তৌকীর আহমেদ তাঁর নতুন ‘স্ফুলিঙ্গ’ ঘোষণার অনুষ্ঠানে জানিয়েছিলেন, করোনার কারণে সেট ফেলে টানা শুট করে খুব দ্রুত সিনেমাটির কাজ শেষ করবেন। কথা রেখেছেন পরিচালক।
আজ রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় যখন তৌকীর আহমেদকে মুঠোফোনে কল করা হলো, অপর প্রান্ত থেকে তিনি জানালেন, শুটিং আপাতত শেষ। নির্মাতার ভাষ্যে সেটা এমন, ‘এখনো শুটিং চলছে বলা যায়, আজ শেষ হবে... ২৪ দিনে। আমি প্রতিবার যেটা করি, টানা শুটিংয়ে শেষ। তবে যদি গান করি, সেটার জন্য তিন দিন লাগবে, গান আছে। আর কিছু কাজ বাকি আছে।’
সিনেমার অভিনয়শিল্পীরা প্রত্যাশা পূরণ করতে পেরেছেন কি না, এনটিভি অনলাইনের এমন প্রশ্নে নির্মাতার ছোট উত্তর, ‘অবশ্যই।’ আর মুক্তির প্রসঙ্গ তুলতেই উত্তর, ‘মার্চে।’ সেটা অবশ্য আগেই জানিয়েছিলেন তৌকীর আহমেদ। গত ১১ ডিসেম্বর থেকে গাজীপুরের রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে শুরু হয় ‘স্ফুলিঙ্গ’ সিনেমার শুট।
সিনেমাটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পরী মণি, আবুল হায়াত মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, শ্যামল মাওলাসহ অনেকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন সিনেমাটি প্রযোজনা করছে। সিনেমার সংগীত পরিচালনা করছেন পিন্টু ঘোষ।