২৫ হাজার দিনমজুরের অ্যাকাউন্টে অর্থ পাঠাবেন সালমান

Looks like you've blocked notifications!
বলিউড সুপারস্টার সালমান খান। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের উপদ্রবে জনসাধারণ থেকে শুরু করে তারকারাও স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকছেন। তবে যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সমাজের বিত্তবান ব্যক্তি ও তারকারা অসহায়দের পাশে দাঁড়াবেন, এমনটিই প্রত্যাশা থাকে সবার। জনমানুষের চাহিদা ও সামর্থ্যের কথা বিবেচনায় নিয়ে এগিয়ে আসেন তারকারাও। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে যথারীতি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন বলিউড তারকা।

এবার নিজের স্বেচ্ছাসেবী সংগঠন বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দৈনিক ভিত্তিকে কাজ করা মানুষের পাশে দাঁড়ালেন সুপারস্টার সালমান খান।

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এমপ্লয়িসের (এফডব্লিউআইসিই) বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার দিনমজুরকে আর্থিক সহায়তা দেবেন সালমান খান।

বার্তা সংস্থা পিটিআইকে এফডব্লিউআইসিইর প্রেসিডেন্ট বি এন তিওয়ারি জানিয়েছেন, সালমান খান তাঁর বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের মাধ্যমে ওই কর্মীদের সহায়তা করবেন।

পিটিআইকে তিওয়ারি বলেন, ‘সালমানের বিয়িং হিউম্যান ফাউন্ডেশন দৈনিক ভিত্তিকে কাজ করা মানুষের সহায়তায় এগিয়ে এসেছে। তিন দিন আগে ওরা আমাদের বিষয়টি জানায়। আমাদের সব মিলিয়ে পাঁচ লাখ কর্মী রয়েছে। যাদের মধ্যে জরুরি ভিত্তিতে ২৫ হাজার জনকে আর্থিক সহায়তা করা প্রয়োজন। বিয়িং হিউম্যান ফাউন্ডেশন বলেছে, ওই কর্মীদের দেখভাল করবে তারা। ওই ২৫ হাজার কর্মীর হিসাব বিবরণী চেয়েছে তারা, যাতে সরাসরি অর্থ পৌঁছে যায়।’

এদিকে করোনা মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিএম-কেয়ারস ফান্ডে ২৫ কোটি রুপি প্রদানের ঘোষণা দিয়েছেন অক্ষয় কুমার। টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার, বলিউড তারকা বরুণ ধাওয়ান, রাজকুমার রাও, দক্ষিণী তারকা রজনীকান্ত, মহেশ বাবু, রামচরণ, আল্লু অর্জুন, প্রভাস, পবন কল্যাণ, চিরঞ্জীবীসহ অনেকে করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের তহবিলে অর্থসহায়তা করছেন।