২৬ বছরে চলে গেলেন দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী সং
মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেন দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী সং ইউ-জং। গত ২৩ জানুয়ারি এমবিসি সিরিজ ‘মেক এ উইশ’খ্যাত এ তারকা মারা যান। তবে তাঁর মৃত্যুর কারণ এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংয়ের মৃত্যুর খবর তাঁর প্রতিনিধি ‘সাবলাইম আর্টিস্ট এজেন্সি’ সাউথ চায়না মর্নিং পোস্টকে নিশ্চিত করেছে।
অভিনয়ের আগে একটি কসমেটিকস ব্র্যান্ডের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন সং। ২০১৩ সালে রোমান্টিক ড্রামা ‘গোল্ডেন রেইনবো’-তে সহায়ক ভূমিকায় অভিনয় করেছিলেন।
২০১৪ সালে ‘মেক ইয়োর উইশ’-এ অভিনয় করেন সং। এরপর দীর্ঘদিন এই ফ্র্যাঞ্চাইজিতে দেখা যায় তাঁকে। ২০১৯ সালে তিনি ওয়েব ড্রামা ‘ডিয়ার মাই নেম’-এ অভিনয় করেন।
‘হাউ ডু আই’সহ মিউজিক ভিডিওতেও দেখা যায় সংকে। গত বছর ‘হাউ ডু আই’ মুক্তি পায় এবং ইউটিউবে এটি চার মিলিয়নের বেশি ভিউ হয়।
দক্ষিণ কোরিয়ার এ অভিনেত্রীর মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে গভীর সমবেদনা প্রকাশ করেছেন।