৪০০ কর্মীকে অতিরিক্ত বোনাস দিলেন সাজিদ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপে নাকাল জনজীবন। তার প্রভাব পড়েছে পাশের দেশেও। পুরো ভারতে চলছে লকডাউন। এমন দুঃসময়ে হতদরিদ্র ও দিনমজুররা অসহায় হয়ে পড়েছেন। চলচ্চিত্রকর্মীরাও বিপাকে পড়েছেন। শুটিং বন্ধ। এ সময় সহায়তার হাত বাড়াচ্ছেন বলিউড তারকারা।
হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, লকডাউন পরিস্থিতিতে চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা তাঁর ৪০০ কর্মীকে অতিরিক্ত বোনাস দিয়েছেন।
গত ২৩ মার্চ থেকে ভারতে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাজিদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট’ ও ‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন ফাউন্ডেশন’ প্রধানমন্ত্রীর কেয়ার তহবিল ও মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও অনুদান দিয়েছেন।
সংকট ব্যবস্থাপনা তহবিল থেকে কর্মীদের সহায়তার জন্য সাজিদ তাঁর কর্মীদের অনুদান দেন। অতিরিক্ত বোনাস পেয়ে অনেক কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে সাজিদ নাদিয়াদওয়ালাকে ধন্যবাদ জানিয়েছেন।