৫৬ বসন্তে আমির খান : পারফেকশনিস্ট, বক্স অফিস কিং...
বলিউড সুপারস্টার আমির খানের জন্মদিন আজ। এই সুদর্শন অভিনেতার ৫৬তম জন্মদিন, বলা যায় হ্যান্ডসাম ফিফটি সিক্স। তাঁর সিনেমার ভক্ত যাঁরা, তাঁরা জানেন, এক ভূমিকা থেকে অন্য ভূমিকায় যেতে কী দারুণ শারীরিক বদল তাঁর। অভিনয়দক্ষতা আর কঠোর পরিশ্রম তাঁকে অন্যদের চেয়ে আলাদা করেছে। আর তাই তো এ তারকার নামের আগে জুড়েছে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা।
অভিনয়ে যেন জীবন দান করেন আমির খান। দর্শকহৃদয় টের পায় বাস্তবতার অনুভব। রিলকে রিয়েল করে তুলতে পারার দক্ষতাই তাঁকে এই উচ্চাসন দিয়েছে। যে প্রকল্পেই তিনি চুক্তিবদ্ধ হন না কেন, তা হবে নিখুঁত—পারফেক্ট। বলিউডে প্রথম আমির খান এমন সিনেমা উপহার দিয়েছিলেন, যা আয় করেছিল ১০০ কোটি রুপি।
আর সবাই জানেন, আমির খানের নতুন সিনেমা মানেই বক্স অফিসে সুপারহিট। আসুন, বলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী দেখে নিই আমিরের কয়েকটি সিনেমার বক্স অফিস রেকর্ড।
গজিনি
একই নামে এ আর মুরগাদোসের তামিল সিনেমা ‘গজিনি’র রিমেক বলিউডে প্রথম সিনেমা, যেটি ভারতের বক্স অফিসে প্রথম ১০০ কোটি রুপি সংগ্রহ করেছিল। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটি প্রথম ১০০ কোটির ক্লাবে প্রবেশ। এই অ্যাকশন থ্রিলার লাখো মানুষের মন জয় করে। দেশের সীমানা ছাড়িয়ে লাভ করে তুমুল দর্শকপ্রিয়তা।
থ্রি ইডিয়টস
পরের সিনেমা ‘থ্রি ইডিয়টস’ দিয়ে ‘গজিনি’র বক্স অফিস রেকর্ড ভাঙেন আমির খান। শরমন জোশি ও আর মাধবন ছিলেন তাঁর সঙ্গী। হিন্দি চলচ্চিত্র অঙ্গনের অন্যতম দর্শকপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’। ‘গজিনি’র বক্স অফিস রেকর্ড ভেঙে এ সিনেমা বক্স অফিসে সংগ্রহ করে ২০০ কোটি রুপির বেশি। গল্প, চরিত্র, আবেগ আর বুদ্ধিদীপ্ত সংলাপ মন কাড়ে সিনেপ্রেমীদের।
ধুম থ্রি
২০১৩ সালে ‘ধুম থ্রি’ মুক্তি পায়। সিনেমায় ক্রিমিনাল চেজারের ভূমিকায় ছিলেন অভিষেক বচ্চন ও উদয় চোপড়া। আমির খানের বিপরীতে অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। দ্বৈত ভূমিকায় অভিনয় করেন আমির। ভারতের বক্স অফিসে এ সিনেমা সংগ্রহ করে ২৫০ কোটি রুপির বেশি। অর্থাৎ আগের সিনেমার রেকর্ড ভাঙেন আমির খান। হাই-অকটেন অ্যাকশন দৃশ্য দর্শকের নজর কেড়ে নেয়।
পিকে
পরের বছর মুক্তি পায় আমির খানের ‘পিকে’। এতে আরও অভিনয় করেন আনুশকা শর্মা ও সুশান্ত সিং রাজপুত। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বেশ সমালোচনার মুখে পড়ে সিনেমাটি। অবশ্য, লাখো দর্শক পছন্দ করেন সিনেমাটি। ২০১৪ সালে ‘পিকে’ ছিল সর্বোচ্চ আয় করা সিনেমা। এটি ভারতের বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি সংগ্রহ করে, যা আগের রেকর্ড ছাড়িয়ে যায়।
দঙ্গল
‘দঙ্গল’ সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন আমির খান, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা, জাইরা ওয়াসিম ও সুহানি ভাটনগর। রেসলার মহাবীর সিং ফোগাতের জীবনী অবলম্বনে এ সিনেমা নির্মিত, যিনি তাঁর দুই মেয়ে গীতা ও ববিতা ফোগাতকে রেসলিংয়ের প্রশিক্ষণ দেন। মহাবীর সিং ফোগাতের চরিত্রে অভিনয় করেন আমির খান। এ সিনেমা ভারতের বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি আয় করে এবং বক্স অফিসে আগের রেকর্ড ভাঙে।
আসছে লাল সিং চাড্ডা
আসছে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। এটি টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি সংস্করণ। ২০১৯ সালে এ সিনেমা মুক্তির কথা থাকলেও পরে ২০২০ সালের ডিসেম্বরে পিছিয়ে নেওয়া হয়। আর এখন চোখ এ বছরের বড়দিনে। এ সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন অনুরাগীরা। অবশ্য, এখন তাঁর হাতে আরও কিছু সিনেমা রয়েছে। জন্মদিনে অসংখ্য অনুরাগীর শুভেচ্ছায় ভাসছেন আমির খান।