৭ বছর পর ফের ঈদে শাকিব-মাহি
রোমান্টিক কমেডি ‘ভালোবাসা আজকাল’ পরিচালনা করেছিলেন পি এ কাজল। ২০১৩ সালে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায় চলচ্চিত্রটি। ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধেন জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও মাহিয়া মাহি।
দীর্ঘ সাত বছর পর আবারও জুটি বাঁধছেন শাকিব-মাহি। আসন্ন ঈদুল ফিতরে ‘নবাব এলএলবি’ শিরোনামে ছবিটি মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। ছবিতে মাহিয়া মাহি ছাড়াও অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া।
এর আগে ‘নবাব’ নামে কলকাতার একটি ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান। বাংলাদেশে মুক্তির পর ছবিটা ব্যবসায়িকভাবে সাফল্য পায়।
অনন্য মামুন বলেন, ‘শাকিব খান ও মাহিয়া মাহি দুজনই দেশের শীর্ষস্থানীয় শিল্পী। দর্শক দীর্ঘদিন ধরেই তাঁদের ছবি পাননি। যে কারণে আমি দুজনকে নিয়ে কাজ করছি। এতে দর্শক নতুন কিছু পাবেন।’
মামুন আরো বলেন, “আগামী ২৮ মার্চ ‘নবাব এলএলবি’র শুটিং শুরু করব। প্রথমে ঢাকায় শুটিং করব। এরপর দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হবে। আসছে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা আছে। নায়ক-প্রধান গল্পের ছবি ‘নবাব এলএলবি’। কোনো রিমেক নয়।”
এ বিষয়ে শাকিব খান বলেন, “এর আগে ‘নবাব’ যেমন ঈদের ছবি ছিল, ‘নবাব এলএলবি’ও ঈদের ছবি হবে। বড় আয়োজনের এই ছবিটি ঈদকে টার্গেট করেই নির্মিত হতে যাচ্ছে। ভালো কিছু হবে বলে আশা করছি।”
সেলিব্রেটি প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘নবাব এলএলবি’। ছবির কাহিনি ও চিত্রনাট্য অনন্য মামুনের।
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মধ্যে দিয়ে চলচ্চিত্রে অভিষেক মাহির। পরে তিনি চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী তিনি।