৮ বছর পর ডিপজল-মৌসুমীর ‘সৌভাগ্য’

Looks like you've blocked notifications!
‘সৌভাগ্য’ ছবির দৃশ্যে ডিপজল-মৌসুমী। ছবি : সংগৃহীত

সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ডিপজল-মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘সৌভাগ্য’। ছবিটি পরিচালনা করেন গুণী নির্মাতা এফ আই মানিক। ২০১০ সালে ছবির শুটিং শুরু হয়। শেষ হয় ২০১২ সালে। দীর্ঘ বিরতির পর পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে গত সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। গতকাল সোমবার বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে ছবিটি।

বিষয়টি নিয়ে পরিচালক এফ আই মানিক এনটিভি অনলাইনকে বলেন, ‘এ সিনেমার কাজ অনেক আগে শেষ করেছি। তবে পোস্ট-প্রোডাকশনের কিছু কাজ বাকি থাকায় ছবিটি সেন্সরে জমা দিতে দেরি হয়। তবে ছবিটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। সবকিছু গুছিয়ে খুব শিগগিরই সিনেমাটি মুক্তি দেব।’

ডিপজল বলেন, “দর্শক সব সময় গল্পনির্ভর ছবি দেখতে পছন্দ করে। ‘সৌভাগ্য’ সিনেমার গল্পটা অনেক সুন্দর। এ ছাড়া এফ আই মানিক বাংলাদেশের গুণী নির্মাতা। অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। আমরা দুজন মিলে বেশ কিছু ছবি দর্শককে উপহার দিয়েছি। আশা করছি, এই সিনেমাও দর্শকের ভালো লাগবে।”

‘সৌভাগ্য’ মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে। এতে আরো অভিনয় করেছেন—কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডি জে সোহেল প্রমুখ।

২০১৭ সালের আক্টোবরে মুক্তি পায় ডিপজল-মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘দুলাভাই জিন্দাবাদ’। ছবিটি পরিচালনা করেন প্রখ্যাত নির্মাতা মনতাজুর রহমান আকবর। রাজেশ ফিল্মস প্রযোজিত ছবিতে আরো অভিনয় করেছেন নায়ক বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মিম, অমিত হাসান, নাদির খান প্রমুখ।