শ্যামল-শিবার ‘এনকাউন্টার’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/04/shamol-pic.jpg)
ছোটপর্দার পরিচিত মুখ শ্যামল মাওলা। সারা বছরই নাটক ও টেলিছবিতে অভিনয় করছেন। এবার বড়পর্দায় মূল চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে শ্যামলের সঙ্গে বড়পর্দায় জুটি বাঁধছেন শিবা আলী খান। ‘এনকাউন্টার’ শিরোনামের চলচ্চিত্রটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রাসেল।
ছবির গল্প সম্পর্কে অনিরুদ্ধ রাসেল এনটিভি অনলাইনকে বলেন, ‘মাদকে আক্রান্ত সারা দেশ। সরকারের নানা পদক্ষেপ সত্ত্বেও তেমন একটা সমাধান মিলছে না। কতিপয় অসাধু মানুষ এই অন্ধকার সাম্রাজ্যের পেছনে কলকাঠি নাড়ছে। এদেরই একজন হলদি মাখন। ইয়াবা থেকে শুরু করে সব মাদকের সম্রাট সে। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে নির্বিঘ্নে মাদকসাম্রাজ্য পরিচালনা করে হলদি মাখন। আর এই কাজে হলদি মাখনের মূল ভরসা সিয়াম নামের এক যুবক। ঘটনাচক্রে গার্মেন্টসকর্মী খুশির সঙ্গে পরিচয় হয় সিয়ামের। তখনই ঘটনা মোড় নেয় অন্যদিকে। এমনি গল্প নিয়ে নির্মাণ করছি চলচ্চিত্রটি।’
শ্যামল মাওলা বলেন, “এর আগে আমি ‘গেরিলা’ চলচ্চিত্রে অভিনয় করেছি। তবে এই ছবিতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। এরই মধ্যে ছবির বেশিরভাগ কাজ শেষ হয়েছে। ছবিতে দর্শক আমাকে বস্তির ছেলের চরিত্রে দেখবেন। আমি বস্তিতে মাদক ব্যবসায় জড়িত। এরই মধ্যে প্রেম-ভালোবাসা, সুখ-দুঃখ সবই পাবেন দর্শক।’
ভারটেক্স প্রোডাকশন হাউসের প্রযোজনায় সিনেমার কাহিনি লিখেছেন পরিচালক অনিরুদ্ধ রাসেল নিজেই। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল ও রূপান্তর।
শ্যামল মাওলা ও শিবা ছাড়াও ‘এনকাউন্টার’-এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, শিশুশিল্পী আরিয়া অরিত্রি, অপু আহমেদ প্রমুখ।