দর্শক মাহীকে ভালোভাবে গ্রহণ করেছেন: অশোক পাতি
গেল ১৬ জানুয়ারি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অশোক পাতি পরিচালিত চলচ্চিত্র রোমিও বনাম জুলিয়েট। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ছবিটি। এতে অভিনয় করেছেন মাহিয়া মাহী, অঙ্কুশ, আলীরাজ, কাবিলা প্রমুখ। কলকাতা থেকে মুঠোফোনে পরিচালক অশোক পাতি সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ও এর নায়িকা মাহীকে নিয়ে কথা বলেছেন এনটিভির সঙ্গে।
যৌথ প্রযোজনার ছবি করে কেমন লাগছে?
যৌথ প্রযোজনায় করা এটি আমার দ্বিতীয় ছবি। প্রথম ছবি ছিল ‘আমি শুধু চেয়েছি তোমায়’। আমার অনেক ভালো লেগেছে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নিয়ে একসঙ্গে কাজ করতে পেরে। ‘রোমিও বনাম জুলিয়েট’ ছবিটি ভারত, বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন লোকেশনে আমরা শুটিং করেছি। ছবির গানগুলোও অনেক ভালো হয়েছে।
আরো একটি যৌথ প্রযোজনার ছবি নিয়ে এরইমধ্যে এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। সেভাবে আমরা প্রস্তুতিও নিচ্ছি।
পরবর্তী ছবির নায়ক-নায়িকা কি নির্বাচন করা হয়েছে?
নায়ক এখনো ঠিক করা হয়নি। তবে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে নায়িকা হিসেবে মাহিয়া মাহীর কথা বলা হয়েছে।
মাহী অভিনীত কোনো ছবি কি আপনি আগে দেখেছেন?
মাহী অভিনীত ‘অগ্নি’ এবং ‘অনেক সাধের ময়না’ এই দুটি ছবি আমি ইউটিউবে দেখেছি। আমার অনেক ভালো লেগেছে। মাহী অনেক ভালো এবং পেশাদার অভিনেত্রী। ভারতে যদিও সে নতুন মুখ কিন্তু দর্শক তাঁকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। এটা একজন অভিনেত্রীর জন্য ইতিবাচক।