এনটিভিতে জাপানি ধারাবাহিক মারুমো’স স্টোরি

Looks like you've blocked notifications!

বাংলাদেশ ও জাপানের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরো দৃঢ় করতে ঢাকাস্থ জাপানি দূতাবাসের উদ্যোগে জাপান ফাউন্ডেশনের সহযোগিতায় আগামীকাল শুক্রবার থেকে এনটিভিতে প্রচার শুরু হবে বাংলায় ভাষান্তরিত একটি জাপানি ধারাবাহিক নাটক। “মারুমো’স স্টোরি” শিরোনামের পারিবারিক কাহিনীনির্ভর ধারাবাহিকটি প্রতি শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে। 

মারুমো নামের ৪০ বছর বয়স্ক এক ব্যক্তিকে নিয়েই এই ধারাবাহিকের কাহিনী। ব্যক্তিগত জীবনে সন্তান লালনের কোনোরকম অভিজ্ঞতাই নেই তার। প্রিয় বন্ধুর মৃত্যুর সময় তার দুই যমজ সন্তানকে দত্তক নেয় মারুমো, সঙ্গে একটি গৃহপালিত কুকুর। মজার বিষয় হচ্ছে, এই কুকুর আবার কথাও বলতে পারে। এই দুই সন্তান ও কুকুরের সঙ্গে থেকে মারুমো জীবনের অনেক প্রতিবন্ধকতাকে কাটাতে শেখে, আর সেইসঙ্গে প্রকৃত পরিবারের আস্বাদ উপলব্ধি করে। এই অসামান্য গল্পের সঙ্গে দুই শিশুর দারুণ অভিনয় জাপানের সর্বস্তরের দর্শকের হৃদয় জয় করে নেয়।

বাংলায় ডাবিংয়ের মাধ্যমে এই ধারাবাহিক প্রচারের ক্ষেত্রে বাংলাদেশস্থ জাপানি দূতাবাস ও জাপান ফাউন্ডেশনের সঙ্গে এনটিভির উদ্যোগও রয়েছে। সমসাময়িক জাপানি সংস্কৃতি এবং বাস্তবিক পরিপ্রেক্ষিতে সাধারণ জাপানি মানুষের জীবনযাত্রাকে বাংলাদেশের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এ প্রয়াস। একই সঙ্গে দুটি দেশের সংস্কৃতির মধ্যে যোগসূত্রকে আরো দৃঢ় করে তোলাও এর উদ্দেশ্য।