ছায়ানটে সরোদ বাজাবেন ওস্তাদ আশীষ খান

Looks like you've blocked notifications!

আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চাঙ্গসংগীতের সম্মেলন। আগামীকাল শুক্রবার ছায়ানট অডিটোরিয়ামে সন্ধ্যা ৬টায় ষষ্ঠবারের মতো সম্মেলনটি শুরু হবে। আয়োজনের দ্বিতীয় দিনের ভেন্যু ঠিক করা হয়েছে আলিয়ঁস ফ্রসেজ দো ঢাকায়।   

প্রথম দিন ছায়ানটে সংগীত পরিবেশন করবেন ওস্তাদ আশীষ খান, ওস্তাদ শাহাদাত হোসেন খান এবং প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ ইউসুফ আলী খান। দ্বিতীয় দিন আলিয়ঁস ফ্রসেজ দো ঢাকায় থাকবে তরুণ শিল্পীদের উপস্থাপনা। এদিন অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টা থেকে। 

উচ্চাঙ্গসংগীতের সমঝদার শ্রোতাদের জন্য একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ম’ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মূল উদ্দেশ্য পরম্পরাগত ও শাস্ত্রীয় বিশ্বসংগীত প্রচার। এর উপদেষ্টা প্যানেলে আছেন জাপান, ভারত ফ্রান্স, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিখ্যাত সংগীতজ্ঞরা।

উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে ইউনিয়ন গ্রুপ এবং এন আর খান অ্যান্ড ফ্রেন্ডস। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে দি এশিয়ান এইজ, রেডিও পার্টনার রেডিও ধ্বনি এবং ইভেন্ট পার্টনার ভার্ব।