নববর্ষের আগের সন্ধ্যায় মুগ্ধ করলেন জেনিফার লোপেজ

মার্কিন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ ইংরেজি নববর্ষের আগের রাতে গান গেয়ে লাস ভেগাসের একটি মঞ্চ মাতিয়েছেন। কার্সন ডেলির উপস্থাপনায় ৪৭ বছর বয়সী জেনিফার লোপেজ নব্বই দশকের ক্ল্যাসিক ‘ইফ ইউ হ্যাড মাই লাইফ’, ‘গেট রাইট’, ‘অন দ্য ফ্লোর’ প্রভৃতি গান গেয়ে দর্শক মাতান।
হলিউড লাইফের খবরে আরো জানা গেল, জেনিফার লোপেজ আগে থেকেই ঠিক করে রেখেছিলেন, তিনি নববর্ষের আগের রাত কাটাবেন লাস ভেগাসে। পরিকল্পনা অনুযায়ী লোপেজ নববর্ষের আগের সন্ধ্যা মন খুলে গেয়েছেন, আর তাঁর এই পরিবেশনা সরাসরি প্রচারিত হয় বিখ্যাত টাইমস স্কয়ারে। আবেদনময়ী এই গায়িকার পরিবেশনা এ সময় উপভোগ করেন হাজার হাজার দর্শক-শ্রোতা।
লাস ভেগাসে থাকতে চেয়েছেন বলে কি আপনি ধরে নিয়েছেন নববর্ষ বুঝি তথাকথিক প্রেমিক ড্র্যাকের সঙ্গে কাটিয়েছেন লোপেজ? লাস ভেগাসের হাক্কাসান নাইটক্লাবে গান পরিবেশনের কথা রয়েছে লোপেজের। অনুষ্ঠান শেষে হয়তো বয়ফ্রেন্ড ড্র্যাকের সঙ্গে লোপেজের দেখা হতেও পারে। মধ্যরাতের পর ছবি প্রকাশ পেলেই বোঝা যাবে ড্র্যাকের সঙ্গে লোপেজ ছিলেন, না ছিলেন না।