পরিচালক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিএফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে এ শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ও শিল্পীবৃন্দ।
পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমরা তিনটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচন করেছি। এখানে যাঁরা অংশ নিয়েছেন এবং যাঁরা ভোট দিয়েছেন, সবাই চলচ্চিত্রের মানুষ। কে কোন প্যানেল থেকে পাস করেছেন, সেটা মুখ্য বিষয় নয়। আমরা সবাই এক হয়ে কাজ করব।’
নবনির্বাচিত মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘আমরা চলচ্চিত্রের সমস্যা সমাধানে কাজ করব। অনেক দিন ধরেই চলচ্চিত্রে অনেক অনিয়ম তৈরি হয়েছে। এর প্রভাবে আজ আমাদের চলচ্চিত্র ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আমি মনে করি, আমরা যাঁরা নির্বাচিত হয়েছি, তাঁরা সবাই এক হয়ে কাজ করব।’
নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক বজলুর রাশেদ চৌধুরী বলেন, ‘আমাদের সমিতিতে অনেক নতুন পরিচালক কাজ করছে। আমরা চলচ্চিত্রের উন্নয়নের জন্য নতুনদের কাছে পরামর্শ চেয়েছি। এরই মধ্যে অনেক সৃষ্টিশীল পরিকল্পনা এসেছে, নতুনদের সঙ্গে নিয়ে আমরা চেষ্টা করে যাব।’
নবনির্বাচিত পরিষদের সদস্যরা হলেন : মুশফিকুর রহমান গুলজার, সহসভাপতি মনতাজুর রহমান আকবর, মহাসচিব বদিউল আলম খোকন, যুগ্ম মহাসচিব শাহীন খান (শাহীন সুমন), অর্থ সম্পাদক আহমেদ ইলিয়াস ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বজলুর রাশেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন কবির টুটুল প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মো. সালাহউদ্দিন।
কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যরা হলেন : কবিরুল ইসলাম রানা, নজমুল হুদা মিন্টু, এম এ আউয়াল, আহম্মেদ আলী মণ্ডল, শাহ আলম কিরণ, ছটকু আহমেদ, গাজী মাহবুব, কমল সরকার, নূর মোহাম্মদ মণি।