লিটনের ১০ বছরের অভিজ্ঞতা বদলে দিলেন শাকিব

Looks like you've blocked notifications!

এফডিসির কড়ইতলায় চলছে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত চলচ্চিত্র ‘অহংকার’। সকাল ৯টা থেকে টানা সন্ধ্যা পর্যন্ত শুটিং করেছেন তিনি। এই্ ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলী। আজকের কাজের অভিজ্ঞতা ছিল বিচিত্র, গত ১০ বছরে কোনো ছবি ১১টার আগে শুটিং করতে পারেননি বলে জানিয়েছেন পরিচালক।

লিটন এনটিভি অনলাইনকে বলেন, ‘নায়ক শাকিব খান সকাল ৮টায় সেটে এসেছেন। মেকআপ নিয়ে আমরা ৯টায় ক্যামেরা ওপেন করেছি। তারপর সারা দিন শুটিং করছি। মাঝে শুধু খাবারের জন্য এক ঘণ্টার বিরতি। সন্ধ্যা পর্যন্ত টানা শুটিং করায় দু-একটি সিক্যুয়েন্স বাড়তি করতে পারছি। এভাবে কাজ করতে পারলে আশা করি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে পারব।’

লিটন আরো বলেন, ‘গত ১০ বছরে আসলে সময়মতো কোনো ছবির শুটিং করতে পারিনি। বলতে পারেন গত ১০ বছরের অভিজ্ঞতা এই ছবি দিয়ে বদলে গেল। কারণ আমরা সব সময় ধরেই নিই যে ১১টার আগে শুটিং শুরু করতে পারব না। প্রথমে সহ-শিল্পীদের কাজ শুরু করতাম, তারপর মূল শিল্পী সেটে এলে ওনার শুটিং করা হতো। কিন্তু আজ নিয়ে দুদিন শুটিং করছি। ৯টায় শাকিব খানকে দিয়েই শুটিং করেছি। সব সময় শিল্পী নিয়ে চিন্তায় থাকতাম। আর এখন শুধু শট নিয়ে চিন্তা করতে পারছি।’

শাকিব খানের প্রতি প্রত্যাশা রেখে পরিচালক লিটন বলেন, ‘আমাদের চলচ্চিত্রের এই খারাপ অবস্থায় সবাই মিলে ভালোর দিকে নিয়ে যাওয়া সম্ভব। সবাই যদি নিজের জায়গা থেকে চেষ্টা করেন তাহলে আমি বিশ্বাস করি ভালো কিছু হবে। আমাদের দেশের শিল্পীরা শিডিউল নিয়ে একটু ঝামেলা করেন। কিন্তু শাকিব খান এখন যেভাবে সময় দিচ্ছেন, তা যদি চালিয়ে যান তাহলে অন্য শিল্পীরা আর শিডিউল ফাঁসাতে সাহস পাবেন না। আর শুধু সময় নয়, সব বিষয়ে উনি অনেক বেশি সিরিয়াস। আমি মনে করি এমন একটা ইন্ডাস্ট্রি তিনি একাই টেনে নিযে যেতে পারেন।’

শেষ কবে সময়মতো শুটিং করতে পেরেছিলেন—জানতে চাইলে লিটন বলেন, ‘একসময় তো আমরা সময় মতোই শুটিং করতাম। মাঝে ১০ বছর সমস্যা হয়েছে। ২০০৬ সালের দিকে এসে দেখি শিল্পীরা সময়মতো সেটে আসছে না। শুটিং শুরু করতে দুপুর হয়ে যেত, এমনও হয়েছে রাতের বেলায় বেশি লাইট দিয়ে দিনের শুটিং করেছি।’