সড়ক দুর্ঘটনায় নাট্যকর্মী প্রিয়ংকর দেবনাথের মৃত্যু

Looks like you've blocked notifications!

চট্টগ্রামের তির্যক নাট্যদলের  প্রতিভাদৃপ্ত নাট্যকর্মী প্রিয়ংকর দেবনাথ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গতকাল ১ জুন দুপুর ১২টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদের নিমতলীতে এক মর্মান্তিক সড়ক র্দুঘটনায় প্রাণ হারান তিনি।

বাবা অজিত কুমার নাথ এবং মা নীহারিকা দেবীর প্রথম সন্তান ছিলেন প্রিয়ংকর। তিনি বেসরকারি প্রতিষ্ঠান আইডিএলসির একজন কর্মকর্তা ছিলেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রিয়ংকর তির্যক নাট্যদলের সাম্প্রতিক প্রযোজনা সমূহের অভিনেতা এবং নেপথ্যের কর্মী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে শোক জানিয়েছে তির্যক নাট্যদল।  

দলের পক্ষ থেকে তির্যক নাট্যদলের দলপ্রধান আহমেদ ইকবাল হায়দার, তপন ভট্টাচার্য্য, প্রদীপ খাস্তগীর, অধ্যাপক এ কে এম ইছমাইল, রমিজ আহমেদ, সুজিত চক্রবর্তী, শায়লা শারমিন, মাহবুবুল ইসলাম রাজীব, রিপন বড়ুয়া, শ্যামল বড়ুয়া তন্ময়, মিখাইল মো. রফিক গভীর শোক প্রকাশ করেছেন।

এ ছাড়া নান্দিকারের দলপ্রধান অলক ঘোষ, আবদুল হাদী, মঞ্চমুকুটের সুচরিত দাশ খোকন, রূপেশ কান্তি দে, অলিউর রহমান, কথক নাট্যসম্প্রদায়ের দলপ্রধান বিক্রম চৌধুরী, এম শাহীন চৌধুরী,সাংস্কৃতিককর্মী খোরশেদ আলম, মোহাম্মদ আলী টিটো, ইকবাল সেলিম, মিঠুন সিংহ গভীর শোক প্রকাশ করেছেন।

আরো শোক জানিয়েছেন, সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদ, সম্মিলিত পঁচিশে বৈশাখ উদযাপন পরিষদ, সম্মিলিত নজরুল জন্মজয়ন্তী উদযাপন পরিষদ।