তবু চলছে ‘দুই পৃথিবী’

এফ আই মানিক পরিচালিত ‘দুই পৃথিবী’ ছবির মুক্তির সব কার্যক্রম স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ছবিটি মুক্তির বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে করা আবেদন মঞ্জুর করে গত বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
আপিল বিভাগের এ আদেশের ফলে ছবিটি মুক্তির সব কার্যক্রম বন্ধ রাখতে হবে বলে মনে করেন আপিলকারীর আইনজীবী ইফুল আলম। তিনি বলেন, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত হওয়ায় ‘দুই পৃথিবী’ মুক্তি দেওয়াটা হবে আদালত অবমাননার শামিল।
‘দুই পৃথিবী’ ছবির পরিচালক এফ আই মানিক এনটিভি অনলাইনকে মুঠোফোনে বলেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিতের বিষয়ে কোনো নথি না পাওয়ায় আমি হাইকোর্টের আদেশ অনুযায়ী দেশের ৮৯টি প্রেক্ষাগৃহে ছবি মুক্তি দিয়েছি। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।’ তিনি বলেন, ‘ছবিটি এখন সারা দেশের ৮৯টি হলে চলছে। আমরা ভালো সাড়া পাচ্ছি।’
এ বিষয়ে ‘দুই পৃথিবী’ মুক্তি কার্যক্রম বন্ধে আপিলকারীর একজন রাবিনা রিত্তি এনটিভি অনলাইনকে বলেন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অনুমোদন ছাড়া ছবি মুক্তি দেওয়ার নিয়ম নেই। কিন্তু ‘দুই পৃথিবী’ ছবিটি প্রযোজক সমিতির অনুমতি ছাড়াই মুক্তি দিতে চাইলে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে তারা হাইকোর্টে রিট দায়ের করলে আদালত ছবি মুক্তির অনুমতি দেন। তিনি বলেন, ‘এর বিরুদ্ধে আমরা আপিল বিভাগে আবেদন করলে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনের অনুমতি দেন। কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে তাঁরা ছবি মুক্তি দিয়েছেন। এতে করে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আদালতের আদেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননা এবং আর্থিক ক্ষতিপূরণের মামলা দায়ের করব।’
মামলার বিবরণ থেকে জানা যায়, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির নিয়ম অনুযায়ী, এক সপ্তাহে দুটির বেশি ছবি মুক্তি দেওয়ার নিয়ম নেই। গত ৫ জুন ‘ভালোবাসার চ্যালেঞ্জ’ এবং ‘মনের অজান্তে’ নামে দুটি ছবির মুক্তির জন্য নির্ধারণ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির প্রশাসকের স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে ‘দুই পৃথিবী’ ছবি মুক্তি এ সপ্তাহে না দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ নিষেধাজ্ঞা আরোপের বৈধতা চ্যালেঞ্জ করে ‘দুই পৃথিবী’ ছবির মালিক হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে গত ৩১ মে আদালত ছবিটি অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আদেশ দেন।
হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল দায়ের করেন ‘ভালোবাসার চ্যালেঞ্জ’ এবং ‘মনের অজান্তে’ ছবির প্রযোজক মুস্তাফিজুর রহমান ও রাবিনা রিত্তি। গত ৪ জুন শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুই পৃথিবী ছবিটি মুক্তির বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদন করতে বলেন।