‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির মহরত অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির মহরত বিএফডিসিতে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে আজ। ছবিটিতে অভিনয় করবেন মৌসুমী, মিম, বাপ্পী ও মনোয়ার হোসেন ডিপজল।

ছবির মহরত অনুষ্ঠানে মৌসুমী, মিম, বাপ্পী ছাড়াও আরো উপস্থিত ছিলেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার, ওমর সানি ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। ছবিটি প্রযোজনা করছেন নাদের খান।

মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমাদের চলচ্চিত্র বাঁচাতে চাইলে ভালো চলচ্চিত্র বানাতে হবে। যদি আমরা ভালো ছবি উপহার দিতে পারি তাহলে অবশ্যই দর্শক হলে ছবি দেখতে আসবেন। আমি আশা করছি, এই ছবিটি ভালো হবে।’

ওমর সানি বলেন “ছবির গল্প আমি শুনেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক দিন পর এমন বহু তারকা নিয়ে ছবি নির্মাণ হচ্ছে। আমি আকবর ভাইয়ের ‘কুলি’ ছবিতে কাজ করেছিলাম। ছবিটি তখন সুপারহিট হয়েছিল। আশা করছি, ছবিটি ‘কুলি’ ছবির থেকেও ভালো ব্যবসা করতে পারবে।’

আবদুল আজিজ বলেন, ‘সিনেমা হলের পরিবেশ ঠিক না হলে দর্শক ছবি দেখবেন না। আর এই দেশে আসলে প্রেমের ছবি ছাড়া অন্য ছবি বানানো সম্ভব নয়। কারণ আমি এর আগে প্রেম ছাড়া যতগুলো ছবি বানিয়েছি তার জন্য সেন্সরে ভোগান্তিতে পড়েছিলাম। আর সিনেমা হলের যে অবস্থা তাতে ভালো ছবি বানালেও চলবে না। যদি সিনেমা হলের মালিকরা তাঁদের হল ঠিক না করেন, তাহলে আমি আগামী বছর থেকে আর বাংলা ছবি বানাব না।’ 

মৌসুমী বলেন, ‘ছবিটিতে অভিনয় করার মতো সুন্দর একটি চরিত্র আমি পেয়েছি। একজন এনজিওকর্মীর চরিত্রে আমি ছবিটিতে অভিনয় করব। সবচেয়ে বড় বিষয় হলো, ছবিটি সামাজিক গল্প নিয়ে নির্মাণ করা হচ্ছে। আমি চলচ্চিত্রে কাজ করে দেখেছি অনেক ভালো পরিচালকরা কীভাবে সামাজিক গল্প নিয়ে একটি কমার্শিয়াল ছবি বানাতে পারেন। আশা করছি, এই ছবিটিও সবার ভালো লাগবে।’ 

ছবির প্রযোজক নাদের খান বলেন “আমি অনেক দিন পর ছবি প্রযোজনা করছি। ‘দুলাভাই জিন্দাবাদ’ গল্পনির্ভর ও তারকাবহুল একটি ছবি। ছবিটি যদি ব্যবসায়িকভাবে সফল হয় তাহলে লাভের অর্ধেক টাকা আমি পদ্মা সেতুর কাজের জন্য দেব। এ ছাড়া চলচ্চিত্রে যেসব এতিম-অসহায় শিল্পীরা কাজ করছেন তাদেরকেও কিছু টাকা দান করব।