ভাষার গানে মডেল হলেন আবুল হায়াত

Looks like you've blocked notifications!
‘বায়ান্ন’ গানের একটি দৃশ্যে আবুল হায়াত। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হয়েছেন অভিনয়শিল্পী আবুল হায়াত। তাঁর সহশিল্পী হিসেবে কাজ করেছেন এ প্রজন্মের মডেল রিফা। গানটির শিরোনাম ‘বায়ান্ন’। গানটি লিখেছেন লালন লোহানী।

গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী নাজির মাহমুদ। গানটির সুরও করেছেন তিনি নিজেই। গানের সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটির মিউজিক ভিডিও সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইয়ামিন এলান।

এ প্রসঙ্গে  আবুল হায়াত  বলেন, ‘এটা একটা নতুন মিডিয়া। গেল কয়েক বছর ধরে লক্ষ করছি প্রচুর দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও হচ্ছে। গানের পাশাপাশি গল্পটাও মানুষ ভিডিওর মাধ্যমে দেখতে চায়। যদিও আমি সেটাকে তরুণ প্রজন্মের বিষয় বলেই ওভারলুক করেছি এত দিন। তবে, এবার সেই ধারণা থেকে নিজেকে বের করে এনেছি। জীবনে প্রথম কোনো গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছি এবং কাজটি করে আমি মুগ্ধ।’

আবুল হায়াত আরো জানান, বাংলা ভাষা এবং ভাষা শহীদদের নিয়ে নির্মিত মিউজিক ভিডিওটিতে উঠে এসেছে আধুনিকতার নামে বর্তমান বাংলাদেশ এবং বায়ান্নর বীরত্বের কথা।

শিল্পী-সুরকার নাজির মাহমুদ বলেন, ‘এক জীবনে হাজারো গানের সুর করেছি। তবে এই গানটি আমার কাছে স্পেশাল। কারণ এটি বাংলা ভাষাকে নিয়ে গান এবং আমার নিজের কণ্ঠে গাওয়া গান।’

গানটি প্রসঙ্গে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভির প্রধান এসকে সাহেদ আলী বলেন, ‘প্রেম-বিরহের গানের বাইরেও আমাদের কিছু সামিজিক দায়বদ্ধতা থাকা উচিত। সেই অনুভব থেকেই অনেক স্বপ্ন নিয়ে গানটি প্রকাশের উদ্যোগ নিয়েছি। এরজন্য আমি কৃতজ্ঞ নাজির মাহমুদ ভাই, শ্রদ্ধেয় আবুল হায়াতসহ সংশ্লিষ্ট সবার কাছে।’