পয়লা বৈশাখেই মুক্তি পাচ্ছে ‘ডুব’!

Looks like you've blocked notifications!

যৌথ প্রযোজনার ছবি প্রিভিউ কমিটির অনাপত্তিপত্র স্থগিতের পর মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ‘ডুব’ বেকায়দায় পড়েছে। এর ওপর গতকাল রোববার ছবিটির ব্যাপারে শঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলনও করেছেন অভিনেত্রী ও হুমায়ূন আহমেদ পত্নী মেহের আফরোজ শাওন। তিনি দাবি করেন, ছবিটি লেখক হুমায়ূনের জীবনী নিয়ে নির্মিত হলেও নেওয়া হয়নি পরিবারের কারো অনুমতি। এ ছাড়া ছবিতে স্পর্শকাতর বিষয় থাকলে সেগুলো বাদ দেওয়ার কথাও বলেন তিনি। একই বিষয়ে এরই মধ্যে তিনি চিঠি দিয়েছেন চলচ্চিত্র সেন্সর বোর্ডে। চিঠি দেওয়ার পরপরই ছবির অনাপত্তিপত্র স্থগিত হয়, এতে সেন্সর বোর্ডে জমা দেওয়ার আগে আটকে যায় ছবিটি।

পুরো বিষয়টি নিয়ে এনটিভি অনলাইন কথা বলে ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে। তিনি দৃঢ়তার সঙ্গেই জানান, আগামী পয়লা বৈশাখেই মুক্তি পাবে ‘ডুব’। এ সময় তিনি দাবি করেন, ‘ছবিটি হুমায়ূন আহমেদের জীবন নিয়ে নির্মিত হয়নি। আর ছবির গল্প বিচ্ছিন্নভাবে কারো সঙ্গে মিলে যেতেও পারে।’

আবদুল আজিজ জোর দিয়ে বলেন, “আমরা ‘ডুব’ ছবিটি আগামী পয়লা বৈশাখেই মুক্তি দেবো, আর বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হবো না। প্রয়োজনে বাংলাদেশ ছাড়া সারা বিশ্বে ছবিটি মুক্তি পাবে। বাংলাদেশের দর্শক যদি কেউ ছবিটি দেখতে চান, তা হলে যেন কলকাতায় গিয়ে ছবিটি দেখতে পারেন, সে ব্যবস্থা আমরা করব। আর যাঁরা তাও না পারবেন, তাঁরা রিলিজের তিন মাসের মধ্যে টিভিতে দেখতে পারবেন। দেশে না হলে কলকাতার টিভিতে ছবিটি রিলিজ করব। ছবি মুক্তির তিন মাসের মধ্যে তাঁরা টিভিতে ছবি দেখায়। এরই মধ্যে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে আমাদের কথা হয়েছে।”

আজিজ এ সময় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যেখানে ছবিটি বাংলাদেশ সরকারের যৌথ প্রযোজনা প্রিভিউ কমিটি দেখে অনাপত্তিপত্র দিয়েছে, ছবিটি নিয়ে উনারা প্রশংসা করেছেন, সেখানে কোন ক্ষমতাবলে তা বন্ধ হয়ে যায়? আমি মনে করি, এটি সরকারে বিরুদ্ধাচরণ অথবা সরকারের ওপর ক্ষমতা প্রয়োগ। আমি চাইলে আইনের আশ্রয় নিতে পারি, কিন্তু কোনো আইনের আশ্রয়ে নেব না। পয়লা বৈশাখে ছবিটি মুক্তি দেবোই।’

‘ডুব’ কারো জীবন কাহিনী থেকে নির্মিত হয়নি দাবি করে আজিজ বলেন, ‘কারো জীবন নিয়ে ছবিটি নির্মাণ করা হয়নি। যদি হুমায়ূন আহমেদ সাহেবের জীবন নিয়ে ছবির গল্প তৈরি হতো, তা হলে আমি অবশ্যই উনার পরিবারের সঙ্গে কথা বলে অনুমতি নিয়েই ছবি নির্মাণ করতাম। যেহেতু উনার ওপর গল্প নয়, তাই অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিনি। তবে কোনো কোনো দৃশ্য কারো জীবনের সঙ্গে মিলে যেতেই পারে। আমার পরিচিত দুজনের সঙ্গে এই গল্পের মিল আছে। আসলে গল্প তৈরি হয় মানুষের জীবন নিয়ে, সেখানে কোনো না কোনো মানুষের জীবনের সঙ্গে গল্প তো মিলতেই পারে।’

ছবির পরিচালক ফারুকী কলকাতার একটি পত্রিকায় কয়েক মাস আগে বলেছিলেন, ‘ডুব’ হুমায়ূন আহমেদের জীবনের কাহিনী নিয়েই নির্মিত হয়েছে, শাওনের এমন দাবির জবাবে আজিজ বলেন, ‘আমি এ বিষয়ে পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে না করেছেন, তিনি কলকাতার কোনো গণমাধ্যমকে এমন কথা বলেননি। আমার মনে হয়, বিভিন্ন চরিত্রে যাঁরা কাজ করেছেন, তাঁরাই আসলে বিভ্রান্তি ছড়িয়েছেন। তার চেয়ে বড় বিষয় হচ্ছে, হঠাৎ করে এই ছবি নিয়ে এমন করার মানে কী? ছবিটি এখন মুক্তির অপেক্ষায়, এমন সময় কেন এটার পিছু লাগতে হবে? যারা বাংলাদেশের ছবির ভালো চায় না, তারাই আমার মনে হয় এই কাজগুলো করাচ্ছে।’