তারকার বই ভাবনা

ভাবনা এখন পড়ছেন ‘মাই ফিউডাল লর্ড’

Looks like you've blocked notifications!
অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা। ছবি : জাকারিয়া হাসান মুন্না

জনপ্রিয় অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা ছোটবেলা থেকেই বইমেলায় যান। নিজের পছন্দ অনুযায়ী অনেক বই কেনেন তিনি। অমর একুশে গ্রন্থমেলা চলছে, এ উপলক্ষে এনটিভি অনলাইনের বিশেষ আয়োজনে নিজের পড়া প্রিয় বই, বই পড়া নিয়ে মজার স্মৃতি ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন ভাবনা।

প্রিয় বই : এটা বলা আমার জন্য অনেক কঠিন। আমার অনেক প্রিয় বই আছে। পাওলো কোয়েলহোর লেখা ‘বৃডা’ বইটি আমার অনেক বেশি প্রিয়। এ পি জে আবদুল কালামের কবিতার ‘দ্য লাইফ ট্রি’ বইটি আমার অনেক ভালো লেগেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মৃণালিনী’, বঙ্কিম চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’, ‘দুর্গেশনন্দিনী’ দারুণ লেগেছে আমার। আমি তো ‘কপালকুণ্ডলা’ নাটকে অভিনয়ও করেছি। নাটকটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ।

প্রিয় লেখক : অনেক প্রিয় লেখক আছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য লেখক হলেন সত্যজিৎ রায়, শহীদুল জহির, টি এস এলিয়ট, ফ্রান্‌ৎস কাফকা, শাহাদুজ্জামান, হুমায়ুন আজাদ, আবুল বাসার প্রমুখ।

এখন কী বই পড়ছেন : এখন তাহমিনা দুররানীর লেখা ‘মাই ফিউডাল লর্ড’ বইটি পড়ছি। বইটি পড়তে ভালোই লাগছে। বইটি অনিমেষ আইচের জন্মদিনে সাবেরী আলম উপহার দিয়েছিলেন। অনিমেষের কাছ থেকে বইটি নিয়ে এখন আমি পড়ছি।

সামনে কী বই পড়বেন : নারীদের ওপর লেখা অনেক বই আমার প্রিয়। তাই নারীদের জীবন-সংগ্রাম নিয়ে লেখা বই সামনে আরো অনেক বেশি পড়তে চাই।

প্রথম বইমেলায় যাওয়ার অভিজ্ঞতা : ক্লাস ওয়ান কিংবা টুতে থাকতে মা-বাবার সঙ্গে বইমেলায় গিয়েছিলাম। সেই স্মৃতি এখন মনে নাই। তবে প্রতিবছর একুশে বইমেলায় আমি যাই। এবার এখনো যাওয়া হয়নি। ঠিক করেছি, ২৩ তারিখে বন্ধু অনিমেষ আইচের সঙ্গে মেলায় যাব। পছন্দ অনুযায়ী কিছু বই কিনব। মেলা থেকে বই কেনার আনন্দ অন্য রকম।