৬৮তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড

‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’-এর জয়জয়কার, শ্রেষ্ঠ ‘বয়হুড’

Looks like you've blocked notifications!
বাফটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘বয়হুড’ ছবির শিল্পীরা। সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছেন তো তারাই! ছবি : রয়টার্স

অস্কারের চূড়ান্ত ঘোষণার আগ দিয়ে পুরস্কারের মৌসুম লেগেছে যেন। একের পর এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কারের পাল্লা ঝুঁকছে একেকজনের দিকে। ফিসফিস-গুনগুনও বাড়ছে অস্কার নিয়ে। ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) আয়োজিত ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড এই জল্পনার পালে হাওয়া লাগিয়ে দিয়েছে আরও একচোট। রিচার্ড লিংকলেটারের ‘বয়হুড’ হয়েছে সেরা ছবি; ওদিকে পাঁচ বিভাগের সেরা পুরস্কার ঘরে তুলেছে ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’। চিরসবুজ অভিনেত্রী জুলিয়্যান মুর ‘স্টিল অ্যালিস’ দিয়ে পেয়েছেন সেরার খেতাব; ওদিকে ‘দ্য থিওরি অব এভরিথিং’-এর কল্যাণে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন এডি রেডমাইন। লন্ডনের রয়্যাল অপেরা হাউসে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এই অভিজাত অনুষ্ঠান। পুরস্কারে বাজিমাত কারা করল, দেখে নিন একনজরে।

২০১৫ বাফটা অ্যাওয়ার্ড পূর্ণাঙ্গ তালিকা

সেরা ছবি : বয়হুড 
সেরা অভিনেত্রী : জুলিয়্যান মুর (স্টিল অ্যালিস)
সেরা অভিনেতা : এডি রেডমাইন (দ্য থিওরি অব এভরিথিং)
সেরা পরিচালক : রিচার্ড লিংকলেটার (বয়হুড)
নবাগত তারকা : জ্যাক ও’ কনেল
সেরা পোশাক : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল (মিলেনা ক্যানোনেরো)
সেরা অনূদিত চিত্রনাট্য : দ্য থিওরি এভরিথিং (অ্যান্থনি ম্যাককার্টেন)
সেরা বিদেশি ভাষার ছবি : আইডা
সেরা মৌলিক চিত্রনাট্য : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল (ওয়েস অ্যান্ডারসন)
সেরা অভিষেক (ব্রিটিশ লেখক/পরিচালক/প্রযোজক) : স্টিফেন বেরেসফোর্ড (লেখক), ডেভিড লিভিংস্টোন (প্রযোজক)
সেরা সিনেম্যাটোগ্রাফি : ইমানুয়েল লুবেজকি (বার্ডম্যান)
সেরা পার্শ্ব-অভিনেত্রী : প্যাট্রিসিয়া অর্কেট (বয়হুড)
সেরা পার্শ্ব-অভিনেতা : জে কে সিমন্স (হুইপল্যাশ)
সেরা স্পেশাল ভিজ্যুয়াল এফেক্ট : ইন্টারস্টেলার
সেরা অ্যানিমেটেড ছবি : দ্য লেগো মুভি
সেরা শব্দ : হুইপল্যাশ
সেরা সম্পাদনা : হুইপল্যাশ (টম ক্রস)
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন : দ্য বিগার পিকচার
সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি : বুগালু অ্যান্ড গ্রাহাম (ব্রায়ান জে ফকনার, মাইকেল লেনক্স, রোনান ব্লেনি)
সেরা মেকআপ : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল (ফ্রান্সেস হ্যানন, মার্ক ক্যুলিয়ার)
সেরা প্রামাণ্যচিত্র : সিটিজেন ফোর (লরা পয়ট্রাস)
সেরা মৌলিক সংগীত : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল (আলেকজান্দার ডেসপ্ল্যাট)
সেরা ব্রিটিশ ছবি : দ্য থিওরি অব এভরিথিং
বাফটা ফেলোশিপ : মাইক লেই
ব্রিটিশ সিনেমায় অবদান : বিবিসি ফিল্মস