বলিউডে যেসব ছবির সিক্যুয়েল হচ্ছে এ বছর
সিক্যুয়েল ছবির ধারা বলিউডে নতুন নয়। পপুলার অ্যাকশন ‘ধুম’ থেকে শুরু করে ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এমন অনেক দর্শকনন্দিত চলচ্চিত্রেরই সিক্যুয়েল হয়েছে বলিউডে। জনপ্রিয়তার সাথে সাথে কাহিনী বা প্রেক্ষাপটের উপযোগিতা কিংবা তারকাদের পারফরম্যান্স; অনেক কিছুই সিক্যুয়েলের ক্ষেত্রে নির্ধারক হিসেবে কাজ করে থাকে। এ বছর বলিউডে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু ছবির সিক্যুয়েল। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ২০১৫ সালে বলিউডে এই আসন্ন সিক্যুয়েলগুলো নিয়ে এই আয়োজন :
১. মরদানি
শিগগিরই হতে পারে গেল বছরের আলোচিত এই অ্যাকশন থ্রিলারের সিক্যুয়েল। রানি মুখার্জির মারদাঙ্গা পাফরম্যান্সের এই ফিল্মের কাহিনী ছিল শিশুপাচারের মতো একটি স্পর্শকাতর ইস্যু নিয়ে। যশরাজ ফিল্মসের শিরোমণি আদিত্য চোপড়া এরই মধ্যে পরিচালক প্রদীপ সরকারকে এই ফিল্মের সিক্যুয়েল করার নির্দেশ দিয়েছেন। পরিচালক নাকি এক দফা স্ক্রিপ্ট দিয়েছিলেন এরই মধ্যে সিক্যুয়েলের জন্য কিন্তু তা মনে ধরেনি নির্মাতার। তাই নতুন করে স্ক্রিপ্ট লেখার অর্ডার দিয়ে দিয়েছেন। হতেই পারে, হাজার হোক; রানির জন্য স্ক্রিপ্ট বলে কথা!
২. ঘায়েল
সানি দেওল আর মীনাক্ষী শেষাদ্রীর চরিত্রায়নে ১৯৯০ সালের এই অ্যাকশন ফিল্মটিকে বলিউডের ‘র্যাম্বো’ ফিল্ম বলা যায় চোখ বন্ধ করে। এই ফিল্মে সানির অভিনয় ও সাজসজ্জা তাঁকে বলিউডের সিলভেস্টার স্ট্যালোন খেতাবও এনে দেয়। বক্স অফিসে সাফল্য পাওয়া ফিল্মটির সিক্যুয়েল নির্মাণের কথা ছিল বহুদিন ধরেই, কিন্তু বিভিন্ন কারণে তা আর ফ্লোর পর্যন্ত গড়ায়নি। তবে সানির ভক্তদের জন্য সুখবর, ‘ঘায়েল’-এর সিক্যুয়েলের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। ‘ঘায়েল’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠেছিল সানির হাতে। সুতরাং সিক্যুয়েলের জন্য সেই ‘কালাঘোড়া’য় একটু আদাজল খেয়ে উঠতেই পারেন বলিউডি র্যাম্বো!
৩. কিক
২০১৪ সালের ব্লকবাস্টার হিট ‘কিক’ চলচ্চিত্রের সিক্যুয়েলের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। তবে এ বছরই সেটি মুক্তি পাবে কি না, তা নিয়ে অবশ্য খানিকটা সংশয় থেকে যাচ্ছে। কারণ, খোদ প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার শিডিউল এ বছর একদম ফাঁকা নেই! সাইফ-ক্যাটরিনার ‘ফ্যান্টম’, রণবীর-দীপিকার ‘তামাশা’, বরুণ-জন-জ্যাকলিনের ‘ঢিশুম’, অক্ষয়-অভিষেক-রিতেশের ‘হাউসফুল ৩ এবং টাইগার শ্রফের পরবর্তী ফিল্মের প্রোজেক্ট নিয়ে দম ফেলার ফুরসতই পাচ্ছেন না সাজিদ। চলতি বছর আর ২০১৬-এই দুই বছর এ ফিল্মগুলোই মুক্তির জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। ওদিকে সালমানের শিডিউলও একবারে ঠাসা। তাই কাজকর্ম শুরু হয়ে গেলেও বড়পর্দায় ‘সেকেন্ড’ কিক আসতে খানিকটা দেরিই হওয়ার কথা!
৪. ডন
বিগস্ক্রিনে দর্শক শেষবার ডনের দেখা পেয়েছিলেন বছর চারেক হয়ে গেল। ২০১১ সালে ‘ডন ২’-এর পর পরিচালক ও নায়ক ফারহান আখতার যেন একটু হাঁফিয়েও উঠেছিলেন অ্যাকশন ছবির ডিরেক্টর তকমা এঁটে। ‘অ্যাকশন ফিল্ম থেকে একটু বিরতি দরকার। পরিচালক হিসেবে আমার বিভিন্ন জিনিস নিরীক্ষা করা দরকার’-এভাবেই গণমাধ্যমকে বলেছিলেন ফারহান। বছর চারেক পর ফারহান তাঁর ‘ব্রেক’ ভেঙে আবারও অ্যাকশন ছবির ডিরেক্টর হচ্ছেন, কারণ ‘ডন ৩’! বলা বাহুল্য, ‘ডন’ হয়ে আবারও ফিরছেন শাহরুখ। এ ব্যাপারে ফারহানের বিজনেস পার্টনার নিশ্চিত করে বলেও দিয়েছেন, “ডনকে ছাড়া আমি ‘ডন’ করব কী করে? শাহরুখ ডন, ডনই শাহরুখ”! মিডিয়ায় জোর আলোচনা রয়েছে যে, স্ক্রিপ্টের কাজ এরই মধ্যে অর্ধেকেরও বেশি সেরে ফেলেছেন ফারহান আর তাঁর সাঙ্গোপাঙ্গরা। তবে শাহরুখের বিপরীতে কে থাকছেন, তা এখনো নিশ্চিত হয়নি। এর আগের দুই দফায় শাহরুখের বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
৫. ওয়েলকাম
ওয়েলকাম (২০০৭) ছবির ব্যাপক সাফল্যের পর অনেকটা সময় পেরিয়ে গেছে। পরিচালক আনিস বাজমি একদম আঁটঘাঁট বেঁধে ‘ওয়েলকাম ব্যাক’ ছবির জন্য প্রস্তুত। প্রথমটির মতো এই দ্বিতীয় কিস্তিতেও বহু তারকার সম্মেলন হতে যাচ্ছে। এরই মধ্যে নিশ্চিত হয়েছে জন আব্রাহাম, অনিল কাপুর, নানা পাটেকর, ডিম্পল কাপাডিয়া ও শ্রুতি হাসানের নাম। সিক্যুয়েলটি মুক্তি পাবে আগামী মে মাসে।
৬. ও মাই গড!
উমেশ শুক্লার আলোচিত এবং ব্যবসাসফল চলচ্চিত্র ‘ও মাই গড’-এর সিক্যুয়েলটির এখন শুধু মুক্তি পাওয়ার অপেক্ষা। এই ব্যঙ্গাত্মক কমেডি মূলত গুজরাটি নাটক ‘কাঞ্জি বিরুধ্ কাঞ্জি’-র সফল অ্যাডাপ্টেশন। মজার বিষয় হচ্ছে, মূল ফিল্মের মতো এই নাটকটিতেও কেন্দ্রীয় চরিত্রে পরেশ রাওয়াল অভিনয় করেছেন। ঈশ্বর ও ধর্মের প্রতি ভ্রান্ত বিশ্বাস এবং এর প্রতি এক সাধারণ মানুষের সোচ্চার হয়ে রুখে দাঁড়ানোর গল্প নিয়ে গড়ে উঠেছিল ‘ও মাই গড’ ছবির কাহিনী। এই সিক্যুয়েলটি যৌথভাবে প্রযোজনা করতে যাচ্ছেন পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার।
৭. এবিসিডি (এনিবডি ক্যান ড্যান্স )
নামজাদা কোরিওগ্রাফার থেকে পরিচালক বনে যাওয়া রেমো ডি’ সুজা তাঁর থ্রিডি ড্যান্স ফিল্ম ‘এবিসিডি-এনিবডি ক্যান ড্যান্স’-এর সিক্যুয়েল মুক্তি দিতে যাচ্ছেন এ বছর। প্রথমটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। প্রথমটিতে ছিলেন প্রভুদেবা, সালমান ইউসুফ খান, লরেন গোটলিয়েব ও পুনিত পাঠকের মতো প্রফেশনাল ড্যান্সাররা। এই নতুন কিস্তিতে থাকছেন বলিউডের নতুন হার্টথ্রব বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। বরুণকে দেখা যাবে একজন ওয়েটারের ভূমিকায়, আর শ্রদ্ধা হচ্ছেন হেয়ারড্রেসার! জুনের ২৬ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘এবিসিডি ২’-এর।
৮. নো এন্ট্রি
সাফল্যের হাওয়ায় বহুদিন ধরেই উড়ছেন সালমান। ‘কিক’-এর দূর্দান্ত সাফল্যের পর এখন সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধান পায়ো’-র শুটিংয়ে একটু বেশিই ব্যস্ত সালমান, কারণ ‘প্রেম’ আর ‘রতন’ দুটো চরিত্রেই তিনি কি না! একই সাথে সালমানভক্তরা জেনে রাখতে পারেন, এহেন ‘জোড়া’ রোলে সালমানকে ২০০৫ সালের ‘নো এন্ট্রি’-র সিক্যুয়েলে দেখা যাবে। পরিচালক আনিস বাজমি এবারের পর্বের নাম দিয়েছেন ‘নো এন্ট্রি মে এন্ট্রি’, ফিল্মটি এ বছরেই মুক্তি পাওয়ার কথা। ‘ডাবল’ সালমানের সাথে এখানে দেখা যাবে অনিল কাপুর আর ফারদিন খানকে।
৯. তানু ওয়েডস মানু
২০১১ সালে সাফল্যের সাথে বক্স-অফিসে উতরে যাওয়া এই ফিল্ম মুগ্ধ করেছে বহু দর্শককে। মাধবন, কঙ্গনা রানাউত ও জিমি শের্গিলকে নিয়ে আবারও পর্দায় ফিরছে আনন্দ এল রাইয়ের এই ব্যতিক্রম প্লেটর প্রেমকাহিনী। সিক্যুয়েলে কঙ্গনাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে, মানুর (মাধবন) স্ত্রী; আর অন্যটি একজন অ্যাথলেট! পরিচালক টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রথমটি (তানু ওয়েডস মানু) ছিল বিবাহ-পূর্ববর্তী জটিলতা নিয়ে, আর এবারেরটি বিবাহ-পরবর্তী ঝামেলা নিয়ে হবে! ‘এবারের প্লট আরো মজার, চমকও বেশি, এবার ওরা লক্ষ্ণৌ, দিল্লি, কানপুর আর হরিয়ানার কিছু এলাকায় ঘুরবে; আর সাথে লন্ডনও!”, উল্লসিত হয়ে জানান ছবির পরিচালক।
১০. দ্য এক্সপোজ
হিমেশ রেশামিয়ার আর যাই হোক, ফিল্ম নিয়ে সাধনা করে যাওয়ার তারিফ করতে হয় বৈকি! একের পর এক অসফল ছবির পরও থামাথামি নেই তাঁর, নায়ক না হলে যেন চলবেই না! গত বছরের ‘দি এক্সপোজ’-এর পর এ বছর এর সিক্যুয়েলে ফিরছেন হিমেশ, আর এবার খোদ হিমেশের বাবা এর প্রযোজক! অনন্ত মহাদেবনের পরিচালনায় ‘দি এক্সপোজ’-এর সিক্যুয়েলে হিমেশের সাথে আরো থাকছেন র্যাপ সেনসেশন ইয়ো ইয়ো হানি সিং, সোনালি রাউত ও জোয়া আফরোজ। মে মাসের ২৯ তারিখে ফিল্মটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
১১. হাউসফুল
হাউসফুল এবং হাউসফুল ২, দুটোরই দারুণ সাফল্যের পর এবার তৃতীয় কিস্তিতে পরিচালক হিসেবে আর থাকছেন না সাজিদ খান। এবার ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন’-এর নির্দেশনা দেবেন লেখক থেকে পরিচালক বনে যাওয়া জুড়ি সাজিদ আর ফরহাদ। আগের দুটোর মতোই এবারও হাউসফুল জমজমাট বিনোদনে ফুলেফেঁপেই থাকবে! জিনিউজ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছেন, এরোসের সাথে আবারও এই জনপ্রিয় সিরিজ নিয়ে কাজ করতে পেরে তিনি খুবই খুশি। হাউসফুল ৩ আরো অনেক মজাদার হবে এবং এর মাধ্যমে পুরো হাউসফুল টিম বিশ্বজোড়া দর্শককে আবারও ভরপুর বিনোদন দিতে সক্ষম হবে বলে তাঁর দৃঢ় আত্মবিশ্বাস রয়েছে।