ভুবন মাঝি

ছবির প্রিমিয়ারে আসছেন পরমব্রত!

Looks like you've blocked notifications!
‘ভুবন মাঝি’ ছবির একটি দৃশ্যে পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্না ঘোষ। ছবি : সংগৃহীত

ফাখরুল আরেফিন পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন টলিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটির প্রিমিয়ারে অংশ নিতে ১ মার্চ ঢাকায় আসবেন এই অভিনেতা। সেদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ছবির প্রিমিয়ার প্রদর্শিত হবে।

ছবিটিতে পরমব্রতের বিপরীতে অভিনয় করেছেন অপর্না ঘোষ। প্রিমিয়ারে ছবির সব শিল্পী উপস্থিত থাকবেন।

ছবির প্রিমিয়ার প্রসঙ্গে পরিচালক ফাখরুল আরেফিন বলেন, ‘আমার নির্মিত প্রথম ছবির প্রিমিয়ার করতে যাচ্ছি। প্রিমিয়ারে অনেকের মতামত জানতে পারব। এখন ছবির প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছি। পরমব্রত ১ থেকে ৩ মার্চ পর্যন্ত ঢাকায় থাকবেন। ছবির অন্যান্য শিল্পীর সঙ্গে ছবির প্রচারে অংশগ্রহণ করবেন তিনি।’

মাজনুন মিজান বলেন, ‘ভুবন মাঝি শুধু চলচ্চিত্র নয়, এটা একটি আন্দোলনের নাম। আমরা চাই, তরুণ প্রজন্মের সবাই চলচ্চিত্রটি দেখতে হলে আসুক। ছবিটি দেখে অনেক অজানা কিছু শেখার ও জানার আছে। ছবির সব শিল্পীই আমরা মন দিয়ে কাজটা করেছি।’

‘ভুবন মাঝি’ ছবিতে মোট তিনটি গান রয়েছে। গানগুলোর শিরোনাম হলো ‘পদ্মা নদীর নৌকা ভিড়ল হুগলি নদীর তীরে’, ‘বোতলে পুরেছি কান্না’ ও ‘আমি তোমারই নাম গাই’।

এর মধ্যে ‘পদ্মা নদীর নৌকা ভিড়ল হুগলি নদীর তীরে’ গানটি গেয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

‘ভুবন মাঝি’ চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি ৩ মার্চ সারা দেশে ১১টি হলে মুক্তি পাবে।