অস্কার

এবারই প্রথম মুসলমান অভিনেতা পুরস্কার পেলেন

Looks like you've blocked notifications!

৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডে এবার ইতিহাস রচিত হলো। মাহেরশালা আলি ‘মুনলাইট’ ছবিতে অভিনয় করার জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কারটি অর্জন করেছেন। আর এই ঘটনা অস্কারের ইতিহাসে প্রথম, কারণ আলিই প্রথম মুসলমান অভিনেতা, যিনি অস্কারের স্বর্ণমূর্তিটি হাতে পেয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ায়।

অস্কার পাওয়ার পর মাহেরশালা আলি নিজের জীবনের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আমার শিক্ষক, অধ্যাপককে ধন্যবাদ দিতে চাই... একটা বিষয় তাঁরা আমাকে সব সময়ই বলতেন... এটা তোমাকে নিয়ে নয়।’ কিন্তু এই বাধাকে অতিক্রম করে, নিজের অভিজ্ঞতাকে তিনি কাজে লাগিয়েছেন ছবির চরিত্রে। আর তাতেই এসেছে সাফল্য।

সবশেষে আলি ‘মুনলাইট’ সিনেমার পরিচালক ব্যারি জেনকিন্স ও পুরো টিমকে ধন্যবাদ জানান। এ ছাড়া স্ত্রী ও চার দিন বয়সী মেয়েকেও স্মরণ করেন আলি।