ভিক্ষুকের গল্প নিয়ে সিনেমা ‘নুরুমিয়া ও তার বিউটি ড্রাইভার’

Looks like you've blocked notifications!

অভিনব এক গল্প নিয়ে গড়া ছবি ‘নুরুমিয়া ও তার বিউটি ড্রাইভার’ আগামী ৩১ মার্চ মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও ক্যামেলিয়া রাঙ্গা। ছবি মুক্তি উপলক্ষে আজ এফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, প্রযোজক খোরশেদ আলম খসরু ও চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীরা।

মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমি ছবিটি সেন্সর বোর্ডে দেখেছি, গল্পনির্ভর সুন্দর একটি ছবি এটি। এখন তামিল ছবির নকলে ভরে গেছে আমাদের ছবির গল্প। দর্শক এ কারণে হলে আসছে না। আমি মনে করি এমন চলচ্চিত্র হলে দর্শক ফিরিয়ে নিয়ে আসবে।’

অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘ভালো চলচ্চিত্র দেখতে গেলে সিনেমা হলে আসতে হবে। আমরা চলচ্চিত্রটির জন্য চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।’

ছবিতে নিজের গান নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি যে ছবিতে অভিনয় করি তার প্রায় সবগুলোতেই আমার করা গান থাকে। দর্শক ছবি দেখে যখন আমাকে বলেন যে—ভাই আপনার গানটি অনেক ভালো হয়েছে, তখন মন কিছুটা খারাপ হয়! এর কারণ হলো, আমার তখন মনে হয় যে আমার আমার অভিনয় কি তাহলে ভালো হয়নি? দর্শকদের বলব, আপনারা হলে আসুন ছবিটি দেখতে। এখানে ভালো গানের সঙ্গে আমার ভালো অভিনয়ও পাবেন।’

খোরশেদ আলম খসরু বলেন, ‘আমাদের চলচ্চিত্র বাঁচাতে গল্পনির্ভর মৌলিক গল্প প্রয়োজন। আর ছবি বাঁচাতে প্রয়োজন সিনেমা হল। এখন বাংলাদেশে কোনো সিনেমা হল নেই, যা আছে তা হলো গোডাউন। সেখানে প্রজেক্টর, পর্দা, চেয়ার নিয়ে যেতে হয় ছবি মুক্তি দিতে গেলে। কোনো সিনেমা হলের এসব নেই, অথচ এটাকেই আমরা সিনেমা হল মেনে সেখানেই ছবি মুক্তি দিচ্ছি। সব খরচ আমাদের প্রযোজকদের বহন করতে হচ্ছে, যে কারণে দর্শক ছবি দেখে টাকা দিলেও আমরা সেই টাকা ঘরে নিতে পারছি না। সরকারের প্রতি অনুরোধ, আপনারা সিনেমা হলের দিকে তাকান। হল মালিকদের বলেন তাঁরা যেন নিজের সিনেমা হলে সিটগুলো মানুষের বসার উপযুক্ত করে একটি করে প্রজেক্টর মেশিন লাগান।’

ছবির গল্প নিয়ে সহযোগী পরিচালক সোহেল রানা বলেন, ‘ছবির গল্পতে দেখা যাবে যে বাবুভাই একজন ভিক্ষুক, ভিক্ষার প্রযোজনে তিনি বিভিন্ন জায়গাতে বিচরণ করেন। যেখানেই যান, সেখানেই একটি করে বিয়ে করেন। এক সময় তিনি পঙ্গু হয়ে গেলে উনার এক বউ পতিতা পল্লির গেটে একটা বসার জায়গা করে দেন। তখন তিনি সেখানে বসেই আরেকটি প্রেম করে তাকে নিয়ে ভেগে যান। এভাবেই ছবির গল্প এগিয়ে যায়। মৌলিক গল্পের এই ছবিটি সবার ভালো লাগবে বলে আশা করি।’